পাকিস্তান ক্রিকেট

ক্রিকেটে প্রথমবারের মত অনলাইন কোচ আনছে পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:07 মঙ্গলবার, 31 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অনলাইন কোচ আনতে যাচ্ছে পাকিস্তান। নিজেদের পুরোনো কোচ মিকি আর্থারকে 'অনলাইন কোচ' হিসেবে আনতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন সংবাদ প্রকাশ করছে পাকিস্তানের গণমাধ্যমগুলো।

আর্থারের সঙ্গে নাকি ইতোমধ্যেই সব কথাবার্তা চূড়ান্ত করেছে পিসিবি। বর্তমানে ইংলিশ কাউন্টি দল ডার্বিশায়ারের কোচের দায়িত্বে আছেন আর্থার। এই চুক্তি থাকায় এখনই সশরীরে পাকিস্তানে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।

এ কারণে অনলাইনে পাকিস্তান দলকে কোচিং করাবেন এই সাউথ আফ্রিকান। দলটির স্কোয়াড, একাদশ থেকে শুরু করে কৌশলগত সবদিকও দেখভাল করবেন অভিজ্ঞ এই কোচ। আর পুরো কাজে আর্থারকে সাহায্য করার জন্য একজন সহযোগী খুঁজবে পিসিবি।

আর্থারের নিয়োগ নিয়ে অবশ্য এখনই কোনো মন্তব্য করতে নারাজ পিসিবির নয়া চেয়ারম্যান নাজাম শেঠি, 'একটা বিষয় স্পষ্ট করতে চাই, আমি নিজে মিকির সঙ্গে কথাবার্তা চালাচ্ছি এবং আলোচনা ৯০ শতাংশ এগিয়ে গিয়েছে। অনেকগুলো বিষয়ে নজর দিতে হচ্ছে। আশা করি তাড়াতাড়িই ভালো খবর শোনাতে পারব।'

'যদি মিকি আসে ও নিজের (সাপোর্ট স্টাফের) টিম গড়ে নেবে। আমাদের শুধু দেখতে হবে তাদের পারিশ্রমিক কতটা দিতে হবে। আগামী ২-৩ দিনেই বিষয়টার সমাধান হয়ে যাবে।'

তবে কাউন্টি মৌসুম শেষ হলে পাকিস্তান চলে আসবেন আর্থার। সামনের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে দলের সঙ্গেই থাকবেন আর্থার, এমনটা জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যমগুলো।