বিপিএল

‘এক্সট্রা অর্ডিনারি’ পারফর্ম করে নির্বাচকদের নজর কাড়তে চান রুবেল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:46 মঙ্গলবার, 31 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

লম্বা সময় ধরে জাতীয় দলের ডেরায় নেই রুবেল হোসেন। বাংলাদেশের পেস বোলারদের লাইনআপ থেকে মনের অজান্তেই ছিটকে গেছেন ৩৩ বছর বয়সি এই পেসার। তবে জাতীয় দলে ফেরার প্রত্যাশা এখনও ছাড়েননি রুবেল।

শুধু জাতীয় দল নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয় না রুবেলের। বেশীরভাগ সময় সাইড বেঞ্চেই কাটাতে হয় তাকে। যদিও এ নিয়ে আক্ষেপ নেই রুবেলের।

বরঞ্চ খেলার সুযোগ মিললেই তিনি খুশি। এবারের বিপিএল শেষ লগ্নে চলে এলেও এখন পর্যন্ত সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাত্র তিন ম্যাচে খেলেছেন রুবেল। এর মাঝে গতকালের ম্যাচেই ছিল তার অসাধারণ পারফরম্যান্স।

খুলনা টাইগার্সের বিপক্ষে প্লে-অফ নিশ্চিত করার ম্যাচে ৩৭ রান খরচায় চার উইকেট তুলে নেন রুবেল। একইসঙ্গে বিপিএলের ইতিহাসের প্রথম পেসার ও দ্বিতীয় বোলার (সাকিব আল হাসানের পর) হিসেবে একশ উইকেটের মাইলফলক অর্জন করেন তিনি।

স্বাভাবিকভাবেই এমন পারফরম্যান্সের পর জাতীয় দলের স্বপ্ন নতুন করে নাড়া দিতে পারে রুবেলের। তবে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেনদের ভিড়ে জায়গা পেতে যে বিশেষ কিছু (এক্সট্রা অর্ডিনারি) কিছু করতে হবে, সেটা জানা আছে তার।

গতকালের ম্যাচের পর রুবেল বলেন, 'জাতীয় দলে আমি দীর্ঘদিন খেলেছি। স্বপ্ন দেখতে তো দোষের কিছু নেই। স্বপ্ন তো সবাই দেখে। আমিও দেখি। চেষ্টা করি বা করছি। সামনে আরও খেলা আছে। আমি যদি এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারি, নির্বাচকরা অবশ্যই মাথায় নেবেন।'

'আমি তো খেলব, যতদিন সুস্থ থাকব। একটা সময় যখন আমি দেখব পারছি না…তখন আমি নিজেই ছেড়ে দেব। আমার কাছে মনে হচ্ছে আমি এখনও সম্পূর্ণ ঠিক আছি।'

টেস্ট ক্রিকেটে শেষবার বাংলাদেশ দলের হয়ে রুবেলকে দেখা যায় ২০২০ সালের ফেব্রুয়ারিতে, পাকিস্তানের বিপক্ষে। এছাড়া ওয়ানডেতে ২০২১ সালের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। জাতীয় দলের হয়ে সেই নিউজিল্যান্ড সফরেই শেষবারের মতো টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি।