ভারতীয় ক্রিকেট

বিশ্বকাপে ভারতকে ভয়ডরহীন ক্রিকেট খেলতে বলছেন সৌরভ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:53 সোমবার, 30 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

২০১৩ সালের পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনো ট্রফি জেতেনি ভারত। দলে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহদের মতো বিশ্বসেরা ক্রিকেটাররা থাকলেও আইসিসির ইভেন্টে লম্বা সময় ধরে কিছুই করতে পারছে না ভারত। আসন্ন ওয়ানডে বিশ্বকাপ জেতার জন্য ইতোমধ্যেই উদগ্রীব হয়ে আছে দেশটি। ঘরের মাঠে ভারতকে বিশ্বকাপ জিততে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন সৌরভ গাঙ্গুলি।

২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতকে ফাইনালে তোলা সাবেক এই অধিনায়কের মতে, ভয়ডরহীন ক্রিকেট খেলেই নিজেদের ভাগ্য বদলাতে পারে ভারত। দলের ক্রিকেটারদের মানসিকতায় পরিবর্তন চান বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সাবেক এই সভাপতি।

সৌরভ বলেন, ‘যখন তারা বিশ্বকাপে যাবে, কোনো চাপ ছাড়াই খেলতে হবে। তাদের ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। এরপর তারা শিরোপা জিতল কী জিতল না, সেটাতে কিছু যায়–আসে না।’

‘ভারত কখনোই দুর্বল দল হতে পারে না। যে দেশে এত ক্রিকেটার আছে, তারা কখনোই দুর্বল দল হতে পারে না। এখানে তো দেশের অর্ধেক ক্রিকেটার সুযোগই পায় না।’

সৌরভ বিসিসিআইয়ের সভাপতি থাকা অবস্থাতেই দলটির কোচিংয়ের দায়িত্ব পান রাহুল দ্রাবিড়। সৌরভের আমলে নেতৃত্ব পান রোহিত শর্মাও। রাহুল-রোহিতের এই জুটিতে আস্থা রাখতে চান সৌরভ।

অন্তত বিশ্বকাপ পর্যন্ত এই দুজন ও বিসিসিআইয়ের নির্বাচক প্যানেল একইসঙ্গে কাজ করুক, এমনটাই চাওয়া ভারতের সর্বকালের অন্যতম সেরা এই অধিনায়কের।

সৌরভ আরও বলেন, ‘আমি চাইব রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা আর নির্বাচকেরা বিশ্বকাপ পর্যন্ত একই দলের ওপর আস্থা রাখুক।’

ভারত শেষবার ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ২০১১ সালে। শেষবার দলটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ২০০৭ সালে। আর ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দেশটি। তিনবারই ভারতের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি।