ভারত-পাকিস্তান

'আফ্রিদির ধারে কাছেও নেই বুমরাহ'

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:25 সোমবার, 30 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বর্তমান সময়ের অন্যতম সেরা দুই পেসার জসপ্রিত বুমরাহ ও শাহীন শাহ আফ্রিদি। দুজনই নিজ দলের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। এমনকি নিজ দলের বোলিং ইউনিটের নেতৃত্বেও রয়েছেন তারা।

তিন ফরম্যাট মিলিয়ে বুমরাহ নাকি আফ্রিদি এগিয়ে এ নিয়ে ভক্তদের মধ্যে তর্ক-বিতর্ক থাকতেই পারে। কিন্তু পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক মনে করেন আফ্রিদির ধারে কাছেও নেই বুমরাহ।

দুজনের তুলনা করতে গিয়ে সাবেক এই পাকিস্তানি তারকা বলেন, 'জসপ্রিত বুমরাহর চেয়ে শাহীন আফ্রিদি অনেক ভালো। তার ধারে কাছেও নেই বুমরাহ।'

পাঁচ বছরের ক্যারিয়ারে ২৫টি টেস্ট, ৩২টি ওয়ানডে এবং ৪৭টি টি-টোয়েন্টি মিলিয়ে ২১৯ উইকেট শিকার করেছেন আফ্রিদি। অন্যদিকে আফ্রিদির দুই বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন বুমরাহ।

ভারতীয় এই পেসার ৩০টি টেস্ট, ৭২টি ওয়ানডে এবং ৬০টি টি-টোয়েন্টি মিলিয়ে নিয়েছেন ৩১৯ উইকেট। ইনজুরির কারণে বেশ লম্বা সময় ধরেই ভুগছেন আফ্রিদি ও বুমরাহ।

চোটের কারণে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি বুমরাহর। এমনকি ঘরের মাঠে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষেও তার খেলা হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন  সিরিজে প্রথম দুই টেস্টের দলেও জায়গা পাননি বুমরাহ।

এদিকে হাঁটুর চোটের কারণে এশিয়া কাপে খেলেননি আফ্রিদি। বিশ্বকাপে ফিরলেও সব ম্যাচে দেখা যায়নি তাকে। এরপর আবারও পুরোনো চোটে পড়েন আফ্রিদি। আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দিয়ে আবারও মাঠে ফেরার কথা রয়েছে তার।