Connect with us

সাউথ আফ্রিকা- ইংল্যান্ড সিরিজ

বাভুমার সেঞ্চুরিতে প্রোটিয়াদের সিরিজ জয়


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ব্লুমফন্টেইনে টেম্বা বাভুমার অনবদ্য সেঞ্চুরি ও ব্যাটারদের দায়িত্বশীল কয়েকটি ইনিংসে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছে সাউথ আফ্রিকা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে প্রোটিয়ারা।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ৩৪২ রান তোলে ইংল্যান্ড। হ্যারি ব্রুক, জস বাটলার এবং মঈন আলীর ঝড়ো হাফ সেঞ্চুরিতে এই লক্ষ্য পায় ইংলিশরা।

দলের হয়ে ৮১ বলে সর্বোচ্চ ৯৪ রানের ইনিংস খেলেন বাটলার। তার ইনিংসে ছিল আটটি চার ও তিনটি ছক্কার মার। শেষ পর্যন্ত উইকেটে থাকলেও কাঙ্খিত সেঞ্চুরি পাওয়া হয়নি ইংলিশ অধিনায়কের।

ব্রুক করেন ৭৫ বলে ৮০ রান। ইনিংসে ছিল সাতটি চার ও চারটি ছক্কার মার। ছয়টি চার ও একটি ছক্কায় ৪৫ বলে ৫১ রান করেন মঈন। শেষদিকে ১৭ বলে ২৮ রানের ক্যামিও খেলেন কারান।

এ ছাড়া সাউথ আফ্রিকার বোলাররা অতিরিক্ত দিয়েছে ৩৪ রান। দলটির বোলারদের মধ্যে নরকিয়া ৬৪ রান খরচায় দুটি উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাস নিয়ে খেলতে থাকে প্রোটিয়া ওপেনাররা। উদ্বোধনী জুটিতে দলটি তোলে ৭৭ রান। ২৮ বলে ৩১ রান করে ফিরে যান কুইন্টন ডি কক।

তারপর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান র‍্যাসি ভ্যান ডার ডাসেনকে নিয়ে ৯৭ রানের জুটি গড়েন বাভুমা। সেঞ্চুরি করে ফিরে যান বাভুমা। ১০২ বলে ১০৯ রান করে কারানের বলে বোল্ড হন তিনি। তারপর চটজলদি ফিরে যান ৩৮ রান করা ডাসেনও।

তারপর মিডল অর্ডারের দাপটে ম্যাচ বের করে নেয় প্রোটিয়ারা। এইডেন মার্করাম ৪৩ বলে ৪৯, হেনরিখ ক্লাসেন ১৯ বলে ২৭, ডেভিড মিলার ৩৭ বলে অপরাজিত ৫৮ এবং মার্কো জানসেন ২৯ বলে অপরাজিত ৩২ রানের ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

শেষ ওভারের প্রথম বলেই জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন অলি স্টোন এবং আদিল রশিদ।

সর্বশেষ

২৩ মার্চ, বৃহস্পতিবার, ২০২৩

ভারতকে সিরিজ হারিয়ে ওয়ানডেতে শীর্ষে অস্ট্রেলিয়া

২২ মার্চ, বুধবার, ২০২৩

হ্যাটট্রিক ডাকে শচীনের পাশে সূর্যকুমার

২২ মার্চ, বুধবার, ২০২৩

আলাউদ্দিনের হ্যাটট্রিকের দিনে ব্যাটিংয়ে রঙ ছড়ালেন আকবর-এনামুল

২২ মার্চ, বুধবার, ২০২৩

আইপিএলে টসের পর একাদশ ঠিক করবেন ধোনি-রোহিতরা

২২ মার্চ, বুধবার, ২০২৩

মার্শালের সেঞ্চুরি, ইলিয়াসের পাঁচ উইকেটে অগ্রণী ব্যাংকের বড় জয়

২২ মার্চ, বুধবার, ২০২৩

রিশাদের চ্যালেঞ্জ সুযোগ কাজে লাগানোর, জাকেরের প্রমাণের

২২ মার্চ, বুধবার, ২০২৩

নাঈমের ঝড়ো সেঞ্চুরিতে হেসেখেলে জিতল আবাহনী

২২ মার্চ, বুধবার, ২০২৩

বাহবা নিতে আসিনি, ইম্প্যাক্ট তৈরি করতে এসেছি: ডোনাল্ড

২২ মার্চ, বুধবার, ২০২৩

রেকর্ড সেঞ্চুরিতে ৪ ধাপ এগোলেন মুশফিক

২২ মার্চ, বুধবার, ২০২৩

আফিফ-তানভিরদের চোখে চোখে রাখবেন নান্নু

আর্কাইভ

বিজ্ঞাপন