ভারতীয় ক্রিকেট

নির্বাচকদের তাঁতিয়ে দিয়েছেন সরফরাজ, বিশ্বাস অশ্বিনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:59 রবিবার, 29 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা হয়েছে বেশ কয়েকদিন আগে। দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ইশান কিশান ও সূর্যকুমার যাদব। যদিও ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেও টেস্ট দলে জায়গা হয়নি সরফরাজ খানের। 

রঞ্জি ট্রফির এবারের আসরে মুম্বাইয়ের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন এই ডানহাতি ব্যাটার। গত মাসে দিল্লিতে ১২৫ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি। এর আগে হায়দরাবাদের বিপক্ষে এই মৌসুমে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন সরফরাজ। তবুও জাতীয় দলের দরজা খোলেনি তার জন্য।

এমন পারফরম্যান্সের পরও সরফরাজকে দলে জায়গা না দেয়ায় নির্বাচকদের কড়া সমালোচনা করেছেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। টানা দুই মৌসুমে নয়শোর বেশি রান করার পরও সরফরাজ হয়তো জাতীয় দলে কথা চিন্তা করছেন না বলে মনে করেন তিনি।

অশ্বিন তার ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে বলেছেন, 'আমি সরফরাজ খানের মতো ব্যাটার সম্পর্কে কথা কোথা থেকে শুরু করবো। তাকে নির্বাচন করা উচিত নাকি উচিত না তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কিন্তু সে দলে জায়গা পাওয়ার কথা চিন্তা করছে না। ২০১৯-২০ মৌসুমে সে ৯০০ রান করেছিল। এরপর ২০২০-২১ মোসুমেও ৯০০ রান করেছিল।'

তামিল নাড়ুর বিপক্ষে প্রথম ইনিংসে ১৬২ রানের ইনিংস খেলে মুম্বাইকে বিপদমুক্ত করেছিলেন সরফরাজ। সরফরাজ যখন ব্যাটিংয়ে নামেন মুম্বাইয়ের সংগ্রহ ছিল ৬ উইকেট হারিয়ে ১৬১ রান। সরফরাজের ব্যাটে ভর করে তারা শেষ পর্যন্ত ৪৮১ রান করতে সক্ষম হয়েছিল। এরপর তারা ম্যাচও ড্র করেছি। নিজের পারফরম্যান্সে সরফরাজ নির্বাচকদের তাঁতিয়ে দিয়েছেন বলেও মনে করেন অশ্বিন।

তিনি বলেন, 'এই মৌসুমে সে প্রায় ৬০০ রান করেছে। এমন পারফরম্যান্সে সে নির্বাচকদের শক্ত বার্তা দিয়ে রেখেছে। গত তিন মৌসুমে তার গড় প্রায় একশোর কাছাকাছি। তার স্ট্রাইক রেটও অনেক বেশি। সরফরাজ শুধু নির্বাচকদের দরজায় কড়াই নাড়ছে না। সে নির্বাচকদের তাঁতিয়েও দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবসত সে দলে জায়গা পাচ্ছে না।'