সাউথ আফ্রিকা- ইংল্যান্ড সিরিজ

অনবদ্য সেঞ্চুরিতে প্রোটিয়াদের এগিয়ে নিলেন ডাসেন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:13 শনিবার, 28 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ২৭ রানে হারিয়েছে সাউথ আফ্রিকা। র‍্যাসি ভ্যান ডার ডাসেনের অনবদ্য সেঞ্চুরি এবং অ্যানরিখ নরকিয়া ও সিসান্দা মাগালার অসাধারণ বোলিংয়ে পাওয়া এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।

ব্লুমফন্টেইনে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৯৮ রান তোলে সাউথ আফ্রিকা। দলের হয়ে ১১৭ বলে ইনিংস সর্বোচ্চ ১১১ রান আসে ডাসেনের ব্যাটে। ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছক্কার মার।

শেষ দিকে ৫৬ বলে ৫৩ রান আসে ডেভিড মিলারের ব্যাটে। এ ছাড়া কুইন্টন ডি কক ৪১ বলে ৩৭, টেম্বা বাভুমা ২৮ বলে ৩৬ এবং হেনরিখ ক্লাসেন ৩২ বলে ৩০ রানের তিনটি কার্যকরী ইনিংস খেলেন।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে ৩৫ রান খরচায় তিন উইকেট নেন স্যাম কারান। লম্বা সময় পর মাঠে ফেরা জফরা আর্চারের প্রত্যাবর্তন ভালো হয়নি। ৮১ রান খরচায় মাত্র একটি উইকেট নিয়েছেন তিনি।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অসাধারণ করে ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতেই দলটি তোলে ১৪৬ রান। সেটাও মাত্র ১৯.৩ ওভারে! ৫৫ বলে ৫৯ রান করে ফিরে যান ডেভিড মালান। এরপর থেকে অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড।

একপ্রান্ত আগলে রেখে নিয়ে সেঞ্চুরি তুলে নেন জেসন রয়। ইংলিশ ওপেনার ১১টি চার ও চারটি ছক্কায় ১১৩ রান করেন। রয় ফেরার পর প্রোটিয়া পেসারদের দাপটে সেভাবে আর কিছুই করতে পারেনি ইংলিশরা।

অধিনায়ক জস বাটলারের ব্যাটে আসে দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৩৬ রান। ইংল্যান্ড থামে ৪৪.২ ওভারে, ২৭১ রান করে। ৬২ রান খরচায় চার উইকেট নেন নরকিয়া। ৪৬ রান খরচায় তিন উইকেট নেন মাগালা। দারুণ স্পেলে দল জেতানোয় ম্যাচ সেরা হন মাগালা।