Connect with us

ভারত- নিউজিল্যান্ড সিরিজ

কনওয়ে-মিচেলের ব্যাটে সিরিজে এগিয়ে গেল কিউইরা


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

রাঁচিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ২১ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। মূলত ডেভন কনওয়ে, ড্যারিল মিচেলদের ঝড়ো হাফ সেঞ্চুরি ও বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এই জয় পেয়েছে সফরকারীরা।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৭৬ রান করে নিউজিল্যান্ড। দলের হয়ে ৩০ বলে ইনিংস সর্বোচ্চ ৫৯ রান করেন মিচেল। ইনিংসে ছিল তিনটি চার ও পাঁচটি ছক্কার মার।

ওপেনিংয়ে নামা কনওয়ের ব্যাটে আসে ৩৫ বলে ৫২ রানের ইনিংস। এই ইনিংসে ছিল সাতটি চার ও একটি ছক্কার মার। এছাড়া ২৩ বলে ৩৫ রানের আরেকটি ঝড়ো ইনিংস খেলেন আরেক ওপেনার ফিন অ্যালেন।

মূলত এই তিনজনের দাপটেই বড় সংগ্রহ দাঁড় করায় কিউইরা। ভারতের হয়ে ২২ রান খরচায় দুই উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট নেন আর্শদিপ সিং, কুলদ্বীপ যাদব ও শিভাম মাভি।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান তুলে থামে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান আসে ওয়াশিংটন সুন্দরের ব্যাটে।

২৮ বলে খেলা এই ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কার মার। এ ছাড়া ৩৪ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। এই ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছক্কার মার।

ভারতের ইনিংসে এই দুজন ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল হার্দিক পান্ডিয়া ও দীপক হুদা। হার্দিক ২০ বলে ২১ এবং দীপক ১০ বলে ১০ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন মাইকেল ব্রেসওয়েল, মিচেল সান্টনার এবং লকি ফার্গুসন।

সর্বশেষ

২ এপ্রিল, রবিবার, ২০২৩

ভারতের ক্রিকেটের সেই ‘নায়ক’ আর নেই

২ এপ্রিল, রবিবার, ২০২৩

ফরহাদ-হাসানের নৈপুণ্যে শাইনপুকুরের জয়

২ এপ্রিল, রবিবার, ২০২৩

অনেকেই চেয়েছিল আমি ব্যর্থ হই: মরিস

২ এপ্রিল, রবিবার, ২০২৩

দিল্লির ফিল্ডারদের আরও ক্ষিপ্র হতে বলছেন পন্টিং

২ এপ্রিল, রবিবার, ২০২৩

সুপার ওভারের নাটকীয় ম্যাচে লঙ্কানদের জেতালেন আসালঙ্কা

২ এপ্রিল, রবিবার, ২০২৩

পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের সহকারী কোচ মুশতাক

২ এপ্রিল, রবিবার, ২০২৩

মুস্তাফিজবিহীন দিল্লির ম্যাচে ওয়ার্নার কেবল ব্যবধানই কমালেন

১ এপ্রিল, শনিবার, ২০২৩

বিসিবি যেভাবে চেয়েছে সেভাবেই এনওসি পেয়েছি: সাকিব

১ এপ্রিল, শনিবার, ২০২৩

ইয়াসিরের ৯৬ রানে ভর করে প্রাইম ব্যাংকের বড় জয়

১ এপ্রিল, শনিবার, ২০২৩

হার দিয়ে আইপিএল শুরু কলকাতার

আর্কাইভ

বিজ্ঞাপন