বাংলাদেশ

'সেভেন স্টার খুঁজতে হবে', সিলেটে পর্যাপ্ত ম্যাচ না হওয়া নিয়ে নাদেল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:25 শুক্রবার, 27 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাটিতে বাংলাদেশ যেকয়টা ম্যাচ খেলে তার বেশিরভাগই অনুষ্ঠিত হয় মিরপুরে। তাছাড়া ঢাকার বাইরে ম্যাচ আয়োজন করা হলে প্রথম পছন্দ থাকে চট্টগ্রাম। অথচ আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সব ধরনের সুবিধা থাকা সত্ত্বেও খুব বেশি ম্যাচ আয়োজন করা হয় না সিলেটে। সুযোগ-সুবিধা থাকার পরও সিলেটে তুলনামূলক কম ম্যাচ আয়োজন করায় আক্ষেপ ঝড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রধান শফিউল আলম চৌধুরী নাদেলের কন্ঠে। 

দেশের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থাকবে সবার উপরে। অথচ ২০২০ সালের পর এখানে আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়ায়নি। বিভিন্ন সময় বিসিবি থেকে বলা হয়েছে বড় দলগুলো সিলেটে খেলতে চায় না, সুযোগ সুবিধা নাই। 

সিলেটে আন্তর্জাতিক ম্যাচ না দেওয়ার পেছনে ফাইভ স্টার হোটেল নেই বলেও অজুহাত দেখানো হত। অথচ বর্তমানে চায়ের নগরীতে ফাইভ স্টার হোটেল ও রিসোর্টের সংখ্যা অনেক। আর তাইতো নাদেল বললেন এবার সংশ্লিষ্টরা সেভেন স্টার হোটেল চেয়ে বসতে পারেন। 

এ প্রসঙ্গে তিনি বলেন, 'এখানে যে ফ্যাসিলিটি আছে সেটা তো অন্য জায়গায় এভাবে নেই। তারা আসতে চাইবে না, এটা আমি জানি না আসলে। একটা সময় অজুহাত ছিল যে এখানে ফাইভ স্টার হোটেল নেই। এখন কি সেই অজুহাত দেয়ার সুযোগ আছে... এখন হয়তো আমাদের সেভেন স্টার খুঁজতে হবে। ফাইভ স্টার তো হয়ে গেছে।'

২০২০ সালের মার্চে জিম্বাবুয়ে বিপক্ষে ওয়ানডে সিরিজের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি সিলেটে। তখন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের দায়িত্বে থাকা আকরাম খান সাংবাদিকদের বেশ কয়েকবার বলেছেন বড় দলগুলো আগ্রহী নয়। এমনকি তিনি দায়িত্ব ছাড়ার পরেও সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট ফেরেনি। 

নাদেল বলেন, 'সিলেটে তো শুধু বিপিএল নয়, যেকোনো ক্রিকেটের আসর যখন বসে, দর্শকে মাঠ ভরপুর থাকে। সেটা আপনারাও দেখেছেন। এবার আমরা চার দিনে আটটা ম্যাচ পেয়েছি।... আমি মনে করি, আমাদের এই ভেন্যু সুযোগ-সুবিধা, সৌন্দর্য সব কিছু নিয়ে যে জায়গায় এসেছে, আগামী দিনে আমরা আরও টুর্নামেন্ট পাব, সেই প্রত্যাশা সব সময়ই করি। আবার আশাহতও হই। ইংল্যান্ড ট্যুরটি আমরা পাইনি।'