পাঞ্জাবের ক্রীড়া মন্ত্রী ওয়াহাব রিয়াজ, বিপিএল ছেড়ে দায়িত্ব নেবেন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:29 শুক্রবার, 27 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

পাঞ্জাবের ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওয়াহাব রিয়াজ। মুখ্যমন্ত্রী মহসিন নকভি ১১ জনের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন। তাতে ক্রীড়া মন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন ওয়াহাব।

লাহোরে গভর্নর বালিগ উর রেহমানের বাসভবনে বৃহস্পতিবার নবনির্বাচিত মন্ত্রীদের শপথগ্রহণ হয়। খেলার কারণে দেশের বাইরে থাকায় সেখানে উপস্থিত ছিলেন না ওয়াহাব।

তিনি এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাস্ত সময় পার করছেন। তবে মাঝ পথেই বিপিএলে ছেড়ে তিনি মন্ত্রীর দায়িত্ব নেবেন।

তবে পাকিস্তানি সংবাদমাধ্যম জিওসুপার ডট টিভিকে ৩৭ বছর বয়সী এই পেসার নিশ্চিত করেছেন, যথাসময়ে দেশের সবচেয়ে বড় প্রদেশের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব বুঝে নেবেন তিনি।

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫৬ ম্যাচ খেলে ২৩৭ উইকেট শিকার করেছেন ওয়াহাব। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন তিনি।

চলতি বিপিএলে বিশ্বের ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টি সংস্করণে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ওয়াহাব। টুর্নামেন্টে এখন পর্যন্ত ১২ উইকেট নিয়ে তিনিই সবার ওপরে।