নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ

জিতেও সেমিফাইনালে ওঠা হলো না বাংলাদেশের মেয়েদের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:14 বুধবার, 25 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে উঠেছিল বাংলাদেশের মেয়েরা। সুপার সিক্সের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে দিশা বিশ্বাসের দল। তবে সাউথ আফ্রিকার বিপক্ষে হার কাল হয়ে থাকলো টাইগ্রেসদের জন্য। অস্ট্রেলিয়া ও ভারতের সমান ৬ পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে থাকায় সেমি ফাইনালে যাওয়া হলো না বাংলাদেশের মেয়েদের।

জয়ের জন্য ৭০ রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় টাইগ্রেসরা। ইন্দুজা নান্দাকুমারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মিষ্টি সাহা। ডানহাতি এই ব্যাটার এদিন আউট হয়েছেন মাত্র ১ রানে। থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি আফিয়া প্রত্যাশা। 

ইন্দুজার বলে সামাইরার হাতে ক্যাচ দিয়ে আউট হন ৩ চারে ১৫ বলে ১৫ রান করা ডানহাতি এই ওপেনার। সুবিধা করতে পারেননি সুমাইয়া আক্তার। মাহিকা গৌরের বলে বোল্ড হন কোনো রান করতে না পারা এই ব্যাটার। তবে একপ্রান্ত আগলে রাখেন স্বর্ণা আক্তার।

রাবেয়া আক্তার জুটি গড়ার চেষ্টা করলেও নিজে ১৪ রানের বেশি করতে পারেননি। সামাইরাকে উইকেট দিয়ে এসেছেন তিনি। দারুণ ব্যাটিং করতে থাকা স্বর্ণা আউট হয়েছেন ১৯ বলে ৩৮ রানের ইনিংস খেলে। ইনিংসটি খেলতে চারটি চার এবং দুটি ছক্কা মেরেছেন। 

শেষ দিকে উন্নতি সরকার এবং দিশা মিলে বাংলাদেশের ৫ উইকেটের জয় নিশ্চিত করেন। উন্নতি ৫ এবং দিশা শূন্য রানে অপরাজিত ছিলেন। সংযুক্ত আরব আমিরাতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ইন্দুজা ও সামাইরা।

এর আগে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান তোলে সংযুক্ত আরব আমিরাত। তাদের হয়ে সবচেয়ে বেশি ২৯ রান করেছেন লাভান্যা কেনি। এ ছাড়া দুই অঙ্কে পৌঁছেছেন ১৭ রান করা মাহিকা। বাংলাদেশের হয়ে রাবেয়া তিনটি এবং মারুফা আক্তার তিনটি উইকেট নিয়েছেন।