আইসিসির বর্ষসেরা

আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার জেনসেন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:08 বুধবার, 25 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন সাউথ আফ্রিকার মার্কো জেনসেন। ২০২২ সালটি স্বপ্নের মতো গিয়েছে এই প্রোটিয়া পেসারের। এ বছর টেস্টে ৩৬, ওয়ানডেতে দুটি ও টি-টোয়েন্টিতে একটি উইকেট নিয়েছেন তিনি।

এমন পারফরম্যান্সেই তিনি পেছনে ফেলেছেন আর্শদীপ সিং, ইব্রাহীম জাদরান ও ফিন অ্যালেনের মতো ক্রিকেটারদের।২০২১ সালে বক্সিং ডে টেস্টে অভিষেকেই নজর কেরেছিলেন তিনি।

ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র এক উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়ে ভারতকে ১৭৪ রানে আটকে দিতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। এরপরও পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন জেনসেন।

২০২২ সালে ১৩.৫০ গড়ে ১৪ উইকেট নিয়েছেন তিনি। ধারাবাহিকভাবে জেনসেন পারফরম্যান্স করেছেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াতেও। দুই দেশে যথাক্রমে তার বোলিং গড় ছিল ১৩.১১ ও ১৩.৩৩।

নিউজিল্যান্ডের মাটিতে খরুচে হলেও তার ৯টি উইকেটই এসেছে কিউইদের মাটিতে। গড়টা ২৮.৫৫। সেই সঙ্গে ব্যাট হাতেও দলকে দারুণ সার্ভিস দিয়েছেন ডানহাতি এই ব্যাটার।

সাদা বলের ক্রিকেটে মাত্র চারটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন জেনসেন। এর মধ্যে জেনসেনের একমাত্র টি-টোয়েন্টিতে শিকার করেছিলেন শ্রেয়াস আইয়ারের উইকেট। ওয়ানডেতে তার দুটি উইকেট বাংলাদেশের বিপক্ষে।