ভারত - অস্ট্রেলিয়া সিরিজ

বিগ ব্যাশের মাঝেই রেনশর ভারত সফরের প্রস্তুতি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:35 বুধবার, 25 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

উপমহাদেশের টার্নিং আর মন্থর উইকেটে ব্যাটিং করা বরাবরই চ্যালেঞ্জিং। বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিন-অক্ষর প্যাটেলদের সামলাতে বেগ পেতে হয় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডের মতো পেস সহায়ক উইকেটে খেলা ব্যাটারদের। অশ্বিনদের সামলাতে তাই বিগ ব্যাশের ফাঁকে নিজেদের প্রস্তুতি সারছেন ম্যাট রেনশ। সেই সঙ্গে ভারতের এই অফ স্পিনারের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই অজি ব্যাটার।

বাংলাদেশের মিরপুর, শ্রীলঙ্কার গল কিংবা ভারতের চেন্নাই, সবই যেন স্পিনারদের স্বর্গ। পেসাররাও উইকেট পেয়ে থাকেন তবে স্পিনারদের তুলনায় সেটা খানিকটা কম। সবশেষ চার বছরে ঘরের মাঠে ১৩ টেস্ট খেলেছে ভারত। যেখানে ১১ জয়ের বিপরীতে একটি করে হার ও ড্র রয়েছে রোহিত শর্মাদের। ১৩ টেস্টে ভারতের বোলাররা প্রতিপক্ষের ২৫৪ উইকেট নিয়েছে। অর্থাৎ প্রতি ম্যাচে দেশটির বোলাররা নিয়েছেন ১৯.৫৩টি উইকেট।

যার বেশিরভাগ উইকেটই ভারতের স্পিনারদের দখলে। ২৫৪ উইকেটের মাঝে অক্ষর-অশ্বিনরা নিয়েছেন ১৬২টি আর জসপ্রিত বুমরাহ-মোহাম্মদ শামিদের ঝুলিতে রয়েছে ৯২ উইকেট। শতাংশের হিসেবে স্পিনাররা ৬৩.৭৭ আর পেসাররা নিয়েছেন ৩৬.২৩ শতাংশ। পরিসংখ্যানই বলে দিচ্ছে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার জন্য কি ধরনের স্পিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অস্ট্রেলিয়ার ব্যাটারদের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন অশ্বিন।

ঘরের মাঠে সবশেষ চার বছরে একাই ৭৮ উইকেট নিয়েছেন অভিজ্ঞ এই স্পিনার। এদিকে ২০২১ সালে প্রথম বোলার হিসেবে বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে ২০০ উইকেট নেয়ার কীর্তি গড়েন তিনি। লম্বা সময় ধরে ভারতের মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফি জিততে না পারা অস্ট্রেলিয়ার জন্য বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন অশ্বিন, সেটা প্রায় নিশ্চিত। যে কারণে অশ্বিনকে সামলানোর প্রস্তুতি নিচ্ছেন রেনশ।

অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ব্যাটার এএফপিকে বলেন, ‘অশ্বিনের মুখোমুখি হওয়া কঠিন। সে খুবই স্মার্ট বোলার যার কিনা অনেক রকমের বৈচিত্র রয়েছে। সে সেগুলো খুব ভালোভাবে ব্যবহার করতে পারে। আপনি একবার তার মুখোমুখি হলে আপনি সেটাতে অভ্যস্ত হয়ে যাবেন।’

‘আমার মনে হয় অশ্বিন কিংবা অফ স্পিনারের পক্ষ থেকে স্পিনবান্ধব উইকেটে বাঁহাতি ব্যাটারদের এলবিডব্লিউ হওয়ার হুমকি। স্পষ্টতই, সবাই এমন একজনের কথা চিন্তা করে যে টার্ন করিয়ে স্লিপে ক্যাচ বানায় এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এলবিডব্লিউ করে। আপনাকে প্রস্তুত থাকতে হবে।’

ক্যামেরন গ্রিন ফিট থাকলে রেনশর একাদশে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। উপমহাদেশের উইকেটে খেলার অভিজ্ঞতা থাকায় ব্যাকআপ ব্যাটার হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে রেনশকে। দুবছর ঘরোয়া ক্রিকেটে পাঁচ নম্বরে ব্যাটিং করে স্পিনারদের খেলার জন্য প্রস্তুত হয়েছেন বাঁহাতি এই ব্যাটার। সুযোগ পেলে সেটা বেশ ভালোভাবে কাজে লাগাতে চান তিনি।

রেনশ বলেন, ‘আমি মনে করি দুই বছর পাঁচ নম্বরে ব্যাটিং করা আমাকে স্পিন মোকাবেলায় সাহায্য করেছে। আমি এখন আমার খেলা অনেক ভালো জানি এবং বিভিন্ন পরিস্থিতিতে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমাদের একটি শক্তিশালী স্কোয়াড আছে এবং আমার জন্য সুযোগ পাওয়া কঠিন হবে। কিন্তু আমি জানি যে সুযোগ পেলে আমি প্রস্তুত থাকব।’

ভারত সফরে স্পিনারদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে বিগ ব্যাশের মাঝেই নিজেদের প্রস্তুতি সারছেন অজি ক্রিকেটাররা। বিগ ব্যাশের এবারের আসরে ব্রিসবেন হিটের হয়ে খেলছেন রেনশ। যেখানে তার সতীর্থ হিসেবে রয়েছেন মার্নাস ল্যাবুশেন, মিচেল সোয়েপসন এবং ম্যাট কুহনেম্যান। দলের অনুশীলনের ফাঁকে এসজি বল দিয়ে এই তিন স্পিনারদের বিপক্ষে ব্যাটিং করছেন রেনশ।

বাঁহাতি এই ব্যাটার জানিয়েছেন, ভারতের মাটিতে স্পিনারদের সামলাতেই এমন পথ অবলম্বন করেছেন তিনি। রেনশ বলেন, ‘এসজি বল একটু আলাদা ধরনের। বিবিএলের সূচির মাঝে লাল বল খেলার সুযোগ পেলে যতটা সম্ভব আমরা প্রস্তুতি নেয়ার চেষ্টা করছি। আমরা এটা পুনরাবৃত্তি করতে চাই।’

২০০৪ সালের পর থেকে ভারতের মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতা হয়নি অস্ট্রেলিয়ার। আগামী ৯ ফেব্রুয়ারি নাগপুর টেস্ট দিয়ে শুরু হবে চার টেস্টের সিরিজটি। বাকি তিন ম্যাচ হবে দিল্লি, ধর্মশালা এবং আহমেদাবাদে। এমন সিরিজের আগে বেশিরভাগ দল প্রস্তুতি ম্যাচ খেললেও এবার সেটা করছে না অস্ট্রেলিয়া। যা নিয়ে মাইকেল ক্লার্ক, ইয়ান হিলিরা হতাশা প্রকাশ করেছেন।