ভারত- নিউজিল্যান্ড সিরিজ

রোহিত-গিলের সেঞ্চুরিতে কিউইদের হোয়াইটওয়াশ করল ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:15 বুধবার, 25 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৯০ রানে হারিয়েছে ভারত। ইন্দোরে রোহিত শর্মা ও শুভমান গিলের সেঞ্চুরিতে পাওয়া এই জয়ে কিউইদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা।

টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৮৫ রান তোলে ভারত। রোহিতের ব্যাটে আসে ৮৫ বলে ১০১ রান। ইনিংসে ছিল নয়টি চার ও ছয়টি ছক্কার মার। গিল করেন ৭৮ বলে ১১২ রান।

তার ইনিংসে ছিল ১৩টি চার ও পাঁচটি ছক্কার মার। ২৬.১ ওভারের মধ্যে উদ্বোধনী জুটিতে এই দুজন তোলেন ২১২ রান। সেই সময় মনে হচ্ছিলো ৫০ ওভারে হয়তো ৫০০ রানও করে ফেলতে পারে ভারত!

যদিও কিউইদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেটা আর হয়নি। বিরাট কোহলি ২৭ বলে ৩৬, ইশান কিশান ২৪ বলে ১৭, সূর্যকুমার যাদব ৯ বলে ১৪ ও ওয়াশিংটন সুন্দর ১৪ বলে ৯ রান করে ফিরেন।

শেষদিকে হার্দিক পান্ডিয়ার ৩৮ বলে ৫৪ ও শার্দুল ঠাকুরের ১৭ বলে ২৫ রানের ইনিংসে বড় সংগ্রহ পায় ভারত। কিউই বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন জ্যাকব ডাফি ও ব্লেয়ার টিকনার।

লক্ষ্য তাড়া করতে নেমে ৪১.২ ওভারেই অলআউট হয় কিউইরা। যদিও ডেভন কনওয়ের সেঞ্চুরির সুবাদে ২৯৫ রান করতে সমর্থ হয় তারা। ১০০ বলে ১২টি চার ও আটটি ছক্কায় ১৩৮ রান করেন কনওয়ে।

হেনরি নিকলস ৪০ বলে ৪২ ও মিচেল সান্টনার ২৯ বলে ৩৪ রান করেন। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন শার্দুল ও কুলদিপ যাদব। দুটি উইকেট নেন যুবেন্দ্র চাহাল।