ভারতীয় ক্রিকেট

তিন ফরম্যাটের জন্য ভারতের তিন দলের প্রস্তাব কপিলের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:08 রবিবার, 22 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

সামনেই বিশ্বকাপ। ঘরের মাঠে বিশ্বকাপ ধরে রাখতে বেশ অনেকদিন ধরেই নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে ভারত। অনেক সাবেক ক্রিকেটারও তাদের পরামর্শ দিচ্ছেন। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ভারতকে তিন ফরম্যাটের জন্য ভিন্ন ভিন্ন দল তৈরির পরামর্শ দিয়েছেন।

তিনি মনে করেন ভারতের যে পরিমাণ ক্রিকেটার উঠে আসছে তাতে করে সবাইকে খেলার সুযোগ করে দেয়া উচিত। এর ফলে তিন ফরম্যাটে তিনটি ভিন্ন দল খেলানোর বিকল্প দেখছেন না তিনি। যদিও এই বিষয়টি নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছেন ভারতের এই সাবেক অধিনায়ক।

কপিল বলেন, 'আমার মনে হয়, নির্বাচকদের কি পরিকল্পনা রয়েছে সেটা তাদের ওপর ছেড়ে দেয়া উচিত। এতো ক্রিকেটার আসছে সবার সুযোগ পাওয়া উচিত। আমি বাইরে থেকে যা দেখছি তা হলো তাদের তিনটি দল থাকতে পারে টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্টের জন্য। এইভাবে বড় একটি পুল তৈরি করা যায়।'

নির্বাচকদের সমালোচনা করতেও ছাড়েননি ভারতের এই কিংবদন্তি অলরাউন্ডার। ম্যাচ সেরা হওয়ার পরের ম্যাচে কোনো ক্রিকেটারকে বাদ দেয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তিনি। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছিলেন ইশান কিশান।

যদিও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে ছাড়াই খেলেছিল ভারত। এ ছাড়া ওয়ানডেতে কোনো পারফরম্যান্স ছাড়াই হুট করে একাদশে নিয়ে নেয়া হয়েছিল সূর্যকুমার যাদবকে। কপিল একজন ক্রিকেটার হিসেবে নির্বাচকদের হটকারি সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না।

তিনি বলেন, 'নির্দিষ্ট সময়ের জন্য তাদের একটি নির্দিষ্ট দল তৈরি থাকা উচিত। আপনি একজন-দুজনকে পরিবর্তন করতে পারেন, এটা আমি জানি। কিন্তু ম্যান অব দ্য ম্যাচ পরের দিন বাদ পড়বে, তার জায়গায় অন্য কেউ খেলবে, একজন ক্রিকেটার হিসেবে আমি এটা বুঝতে পারি না।'