অলিম্পিক ক্রিকেট

অলিম্পিকে ৬ দলের টি-টোয়েন্টি চায় আইসিসি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:36 রবিবার, 22 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

অলিম্পিকে ক্রিকেট যুক্ত করার দাবি অনেকদিনের। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৮ অলিম্পিকেই ক্রিকেট দেখতে চায়। এই বিষয়ে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ছেলে ও মেয়েদের দুটি ইভেন্ট চায় আইসিসি। সেখানে ৬ দলের জন্য টি-টোয়েন্টি আয়োজনের প্রস্তাব দিয়েছে তারা। যদিও অলিম্পিক কমিটি এই দাবি মেনে নেবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন।

আগামী মার্চেই নতুন খেলা অন্তর্ভুক্তকরণ নিয়ে বৈঠকে বসবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আয়োজক কমিটি। এরপর অক্টোবরে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে কোন কোন খেলা যুক্ত হবে পরবর্তী অলিম্পিকে।

অলিম্পিকে ক্রিকেট যুক্ত করতে আইসিসিও একটি কমিটি গঠন করেছে। যেখানে রয়েছেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে, বিসিসিআই সচিব জয় শাহ, স্বতন্ত্র পরিচালক ইন্দ্রা নুয়ি এবং যুক্তরাষ্ট্র ক্রিকেটের সাবেক প্রেসিডেন্ট পরাগ মারাঠে।

ছয় দলের টুর্নামেন্ট প্রস্তাব করলেও এই আসরের কাঠামো কেমন হবে সেটা নিশ্চিত করেনি আইসিসি। তবে অলিম্পিক কমিটি প্রস্তাব গ্রহণ করলে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ৬ দলকে নিয়ে অলিম্পিক আয়োজনের সুযোগ দেয়া হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় ফরম্যাট। এ ছাড়াও টি-টেন ও সিক্স-এ-সাইড ক্রিকেটের প্রচলন রয়েছে বিশ্বে। জনপ্রিয়তার কথা চিন্তা করে এবং আইওসি ও লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আয়োজক কমিটির পরামর্শে টি-টোয়েন্টিকে বেঁছে নিয়েছে আইসিসি।