শামি-সিরাজদের আগুনে পুড়লো নিউজিল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:39 শনিবার, 21 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। অধিনায়কের এমন সিদ্ধান্তকে প্রমাণ করতে খুব বেশি সময় নেননি ভারতের পেসাররা। রায়পুরে এদিন রীমতো আগুন ঝরিয়েছেন মোহাম্মদ শামি-হার্দিক পান্ডিয়ারা। আর তাতে স্কোরবোর্ডে ১৫ রান তুলতেই টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে হারায় নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত গ্লেন ফিলিপস আর মিচেল স্যান্টনারের ব্যাটে কোনোরকমে তিন অঙ্ক স্পর্শ করে কিউইরা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে রোহিতের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে ভারত। আর তাতে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে রোহিতের দল। 

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু পেয়েছে ভারত। রানে-বলে খেলে হাফ সেঞ্চুরি তুলে সাজঘরে ফিরেছেন রোহিত। তার আগে শুভমান গিলকে সঙ্গে নিয়ে ৭১ রানের উদ্বোধনী জুটি গড়েন ভারত অধিনায়ক। শেষ পর্যন্ত গিলের অপরাজিত ৪০ রানের সুবাদে ২০ ওভার এক বল খেলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ধুকেছে নিউজিল্যান্ড। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ফিন অ্যালেনকে বোল্ড করে কিউই শিবিরে প্রথম আঘাত হানেন শামি। ডাক খেয়ে সাজঘরে ফিরেছেন অ্যালেন। আরেক ওপেনার ডেভন কনওয়েও বেশিক্ষণ টিকতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ৭ রান।

তিন নম্বরে নেমে হেনরি নিকোলস উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেছিলেন। তবে পারেননি। ২০ বল খেলে ২ রান করে মোহাম্মদ সিরাজের শিকার হয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। আর ইনফর্ম ড্যারিল মিচেলকে ১ রানে আটকে দিয়েছেন শামি। 

ভারতীয় পেসারদের ঝড়ে যখন লন্ড-ভন্ড কিউই টপ অর্ডার তখন হাল ধরার চেষ্টা করেন টম লাথাম। কিন্তু অধিনায়কের সেই প্রতিরোধ ধোপে টেকেনি। ১৭ বল খেলে কেবল রানের খাতা খুলতে পেরেছেন তিনি। আর তাতে ১৫ রান তুলতেই প্রথম সারির পাঁচ ব্যাটারকে হারিয়েছে নিউজিল্যান্ড।

কিউইদের টপ অর্ডার যখন তাসের ঘরের মতো ভেঙ্গে গেলেও লড়াই করেছেন লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা। বিশেষ করে গ্লেন ফিলিপস। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মাইকেল ব্রেসওয়েলকে সঙ্গে নিয়ে দলকে কাদের কিনারা থেকে টেনে তোলার চেষ্টা করেন এই তরুণ ব্যাটার। কিন্তু বেশি দূর এগোতে পারেননি।

৫২ বলে ৩৬ রান করে সাজঘরে ফিরেছেন ফিলিপস। ব্রেসওয়েলের ব্যাট থেকে এসেছে ৩০ বলে ২২ রান। তাছাড়া শেষদিকে ব্যাটিংয়ে নেমে ২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন স্যান্টনার। আর তাতে ৩৪ ওভার ৩ বল খেলে ১০৮ রান তোলে অলআউট হয় নিউজিল্যান্ড।