বিপিএল

জাতীয় দলে এসেও ডমিনেট করে খেলতে চান হৃদয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:49 শনিবার, 21 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন তৌহিদ হৃদয়। আক্রমণাত্মক ব্যাটিং করে সিলেট স্ট্রাইকার্সের জার্সি গায়ে ৬৫ গড়ে ও ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে ১৯৫ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক ছিলেন তিনি।

যদিও তার দুর্দান্ত ফর্মে বাগড়া দিয়েছে ইনজুরি। ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হাতে চোট পান হৃদয়। এর ফলে ২ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হয়েছে তাকে। অবশ্য এরপরও নিজেকে দুর্ভাগা মনে করছেন না হৃদয়।

সিলেটের অনুশীলনে ফিরে শনিবার গণমাধ্যমকে তিনি বলেন, 'না। আমার কাছে কখনই মনে হয় না যে আমি দুর্ভাগ্যবান। কারণ আমি সবসময় মনে করি যে আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। আর আমি মনে করি যে যত সময় নিয়ে ঢোকা (জাতীয় দলে জায়গা পাওয়া) যায় জাতীয় দলে এটাই ভালো। কারণ জাতীয় দল এমন একটা জায়গা ওইখানে গিয়ে পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ।'

এমন ফর্মের পর যেকোনো ক্রিকেটারই জাতীয় দলে জায়গা করে নেয়ার কল্পনা বুনবেন। যদিও এই ডানহাতি ব্যাটার মনে করেন জাতীয় দলে খেলতে হলে দাপটের সঙ্গে খেলতে হবে। যদিও ভাগ্য সবার সহায় থাকে না। তাই পরিণত হয়েই জাতীয় দলের আঙিনায় আসতে চান হৃদয়।

হৃদয় বলেন, 'জাতীয় দলে ঢোকার থেকে ডমিনেন্ট করে খেলাটা গুরুত্বপূর্ণ আমি মনে করি। আমার মনে হয় যে সবার ভাগ্য এক হয় না এবং সবাই সবসময় পারফর্ম করবে না এটাই স্বাভাবিক। যারা ঢুকছে বা ঢুকবে... অবশ্যই সবাই ঢোকার জন্য চেষ্টা করছে। যারা ঢুকছে আমি মনে করি তারা ইনশাআল্লাহ আরও ভালো কিছু করবে।'

নিজের ইনজুরির অবস্থা জানিয়ে হৃদয় বলেছেন, 'আলহামদুলিল্লাহ আগের থেকে খানিকটা ভালো। আশা করছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো ইনশাআল্লাহ। এখন যে অবস্থায় আছি মোটামুটি ঠিকঠাক আছি। চেষ্টা করবো যত তাড়াতাড়ি ফেরা যায়।'