বিগ ব্যাশ

৯ শিরোপা নিয়ে অবসরের ঘোষণা দিলেন ক্রিস্টিয়ান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:04 শনিবার, 21 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি ক্রিকেটের হ্যান্ডি অলরাউন্ডার হিসেবে ধরা হয় ড্যান ক্রিস্টিয়ানকে। বিশেষ করে তার মারকুটে ব্যাটিংয়ের কারণে বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে বড় নাম ছিলেন এই অজি ক্রিকেটার। ক্রিস্টিয়ান জানিয়ে দিয়েছেন বিগব্যাশের এবারের আসর শেষে অবসরে যাচ্ছেন তিনি।

চলতি মৌসুমে তিনি খেলেছেন সিডনি সিক্সার্সের হয়ে। এখনও পর্যন্ত ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার ৪০৫টি টি-টোয়েন্টি খেলেছেন। ব্যাট হাতে করেছেন ৫ হাজার ৮০৯ রান। সেই সঙ্গে বল হাতে নিয়েছেন ২৮০ উইকেট। বিগব্যাশে আর চারটি ম্যাচ খেলার সুযোগ পাবেন ক্রিস্টিয়ান। এরই মধ্যে তারা সুপার ফোরে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।

ক্রিস্টিয়ান বলেছেন, 'গতকাল অনুশীলনে আমি সিডনি সিক্সার্সের সতীর্থদের বলে দিয়েছি যে আমি বিগ ব্যাশের এবারের আসর শেষে অবসরে যাচ্ছি। হ্যারিকেনসের বিপক্ষে আজ রাতে আমরা মাঠে নামছি গ্রুপ পর্বের শেষ ম্যাচে এরপরই ফাইনাল। আশা করছি আমরা এবারও শিরোপা জিততে পারবো। সব মিলিয়ে আমরা এবার দারুণ খেলেছি। আমি অনেক কিছু অর্জন করেছি এবং অনেক স্মৃতি রয়েছে যেগুলো আমি ছোটবেলায় কেবল স্বপ্ন দেখতাম।'

ক্রিস্টিয়ান শিরোপার দিক দিয়ে অন্যতম সফল ক্রিকেটার। এখনও পর্যন্ত তার ঝুলিতে গেছে ৯টি টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা। এর মধ্যে বিগব্যাশের চারটি, টি-টোয়েন্টি ব্লাস্টের দুটি ও অন্যান্য শিরোপা জিতেছেন তিনটি।

২০১৮ সালে সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ক্রিস্টিয়ান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে অস্ট্রেলিয়ার মূল দলের বেশ কয়েকজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হলে চমকপ্রদভাবে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডাক পান এই অলরাউন্ডার। 

এরপর টি-টোয়েন্টি দলেও ফিরেছিলেন তিনি। চার বছরের বিরতির পর ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন তিনি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের মূল স্কোয়াডে না থাকলেও রিজার্ভ দলের অংশ ছিলেন তিনি।