জিম্বাবুয়ে- ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

জিম্বাবুয়ে সিরিজে ক্যারিবিয়ান স্কোয়াডে ফিরলেন গ্যাব্রিয়েল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:52 বুধবার, 18 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। এই স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার শ্যানন গ্যাব্রিয়েল। দুই স্পিনার জোমেল ওয়ারিক্যান ও গুড়াকেশ মতিকেও রাখা হয়েছে এই দলে।

দুই বছর আগেও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন গ্যাব্রিয়েল। কিন্তু ফর্ম হারানো এবং চোটে পড়ার কারণে এই সময়টায় ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে দেখা যায়নি তাকে।

২০২১ সালের শুরুতে বাংলাদেশ সফরে এসেছিলেন গ্যাব্রিয়েল। সেই সফরে স্পিনবান্ধব উইকেটে দুই টেস্টে ছয় উইকেট নিয়েছিলেন তিনি। তারপর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে দুই টেস্ট খেলে নেন কেবল এক উইকেট।

এরপর খেলা দুই টেস্টে আবারও দুটি করে উইকেট নেন তিনি। তারপর সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়ে মাঠ থেকেই ছিটকে যান তিনি। সেই সময় থেকে জেইডেন সিলস নিয়মিত ভালো করতে থাকায় অস্ট্রেলিয়া সফরে আর ডাকই পাননি তিনি।

এবার সেই সিলসই ইনজুরিতে পড়ে সুযোগ করে দিলেন ৩৪ বছর বয়সী এই পেসারকে। ২০২১ সালের নভেম্বরে শ্রীলঙ্কায় শেষবার খেলেছিলেন গ্যাব্রিয়েল। একই টেস্টে শেষবার খেলেছিলেন ওয়ারিক্যান। এবার আবারও সুযোগ পেলেন তিনি। আগামী ৪ ফেব্রুয়ারি বুলাওয়ে টেস্টের মধ্য দিয়ে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজটি।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমাহ বোনার, ত্যাগনারায়ন চন্দরপল, রস্টন চেইজ, জশুয়া দা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, গুড়াকেশ মতি, রেমন রাইফার, কিমার রোচ, ডেভন থমাস ও জোমেল ওয়ারিক্যান।