ভারতীয় ক্রিকেট

‘জীবন বাঁচানো’ দুই নায়ককে ধন্যবাদ দিয়ে পান্তের টুইট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:31 মঙ্গলবার, 17 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগে মারাত্মক সড়ক দুর্ঘটনায় পড়ে কোনমতে প্রাণে বেঁচে যান ঋষভ পান্ত। চোটে পড়ায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে এই উইকেটকিপার ব্যাটারকে। প্রাণে বেঁচে যাওয়া পান্ত দুর্ঘটনার বেশ কয়েকদিন পরে এসে হাসপাতালে নিয়ে আসা ‍দুই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন।

গত ৩০ ডিসেম্বর নিজ শহরে ডিভাউডারের সঙ্গে ধাক্কা লাগে পান্তের মার্সিডিজ বেঞ্জ গাড়িটি। পরবর্তীতে গাড়িটি উল্টে যায় এবং আগুন লাগে। দুুর্ঘটনার পর পান্তকে হাসপাতালে নিয়ে আসেন রজত কুমার ও নিশু কুমার নামের দুই ব্যক্তি। তাদের প্রতি চিরজীবন কৃতজ্ঞ থাকবেন বলে টুইট করে জানিয়েছেন ভারতের এই উইকেটকিপার ব্যাটার।

পান্ত বলেন, ‘আমি হয়তো সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিতে পারব না; কিন্তু এই দুই নায়ক, যারা দুর্ঘটনার পর আমাকে হাসপাতালে নিয়ে এসেছে, নিরাপদে পৌঁছে দিয়েছে। রজত কুমার ও নিশু কুমারকে ধন্যবাদ। চিরজীবন তোমাদের প্রতি কৃতজ্ঞ ও ঋণী থাকব।’

মারাত্মক সড়ক দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেলেও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান পান্ত। যার ফলে পান্তের হাঁটুর আন্টেরিওর, পস্টেরিরর ও কোলেটেরাল তিনটা লিগামেন্টই ছিঁড়ে যায়। এই লিগামেন্টগুলো দাঁড়িয়ে থাকা ও হাঁটাচলার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।

এ ছাড়া বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, পান্তের পায়ের অগ্রভাগ, ডান হাতের কবজিতেও ব্যথা পেয়েছেন। যার মাঝে দুটি লিগামেন্টের অস্ত্রোপচার সফল হয়েছে। সেরে ওঠার প্রক্রিয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন পান্ত। এ ছাড়া বিসিসিআই, জয় শাহ এবং গভর্নিং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

পান্ত বলেন, ‘সমর্থন ও শুভকামনার জন্য আমি কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার অস্ত্রোপচার সফল হয়েছে। সেরে ওঠার পথচলা শুরু হলো এবং আমি সামনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। পাশে থাকার জন্য বিসিসিআই, জয় শাহ ও গভর্নিং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’

সড়ক দুর্ঘটনায় পড়ায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে পান্তকে। কদিন আগে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলি নিশ্চিত করেছেন আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মৌসুমে খেলা হচ্ছে না এই উইকেটকিপার ব্যাটারের। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, শুধু আইপিএল নয়, প্রায় ১৮ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে পান্তকে।