Connect with us

বিপিএল

'আমাকে এখন পাওয়া যাবে', বাংলাদেশের কোচ হওয়া প্রসঙ্গে রস উড


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন জুলিয়ান রস উড। বিশ্বের জনপ্রিয় এই পাওয়ার হিটিং বিশেষজ্ঞ বাংলাদেশের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও বাংলাদেশের কোচ হওয়ার আলোচনায় ছিলেন এই ইংলিশ কোচ। সংবাদ সম্মেলনে এসে এই বিষয়ে নিজেই খোলাসা করেছেন তিনি। যদিও সাম্প্রতিক সময়ে তার সঙ্গে বিসিবির কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন উড।

তিনি বলেন, 'বিশ্বকাপের আগে কথা হয়েছিল। আমি তখন পিসিবির সঙ্গে কাজ করছিলাম এবং কথা হলেও এর কোনো ফলাফল আসেনি। গত বছর অনেক বারই আমাদের আলোচনা হয়েছে। তবে কোনোটাই কার্যকরী হয়নি। কিন্তু আমি এখন বাংলাদেশে আছি এবং আমাকে এখন পাওয়া যাবে (হাসি)।'

বিপিএলে এর আগেও কাজ করেছন উড। গত বিপিএলে সিলেট সানরাইজার্সের পাওয়ার হিটিং কোচ ছিলেন তিনি। এরপর আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জারের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পাওয়ার হিটিংয়ে বিশেষজ্ঞ হলেও তিনি একজন ব্যাটিং কোচ এটাও মনে করিয়ে দিয়েছেন।

তিনি বলেন, ‘এটা দারুণ। আমি আইপিএলেও কাজ করেছি। পাওয়ার হিটিং কোচ হিসেবে আমার পরিচিতি আছে, যেটা দারুণ। এখন এটা পাওয়ার গেম। কিন্তু একই সঙ্গে আমি ব্যাটিং কোচও, পাওয়ার হিটিংয়ে স্পেশালাইজড আমি। গত বছর মানুষ দারুণ ছিল আমার জন্য। এরপর আইপিএলে কাজ করেছি, অনেক জায়গাও। এটা ভালো।’

এবারের বিপিএলে চট্টগ্রাম দলে আছেন আফিফ হোসেন ধ্রুবর মতো ক্রিকেটার। তাকে ঘিরেই দলটির বড় পরিকল্পনা সাজাতে হচ্ছে। যদিও ইনিংস খেলতে পারছেন না। উড অবশ্য এসব নিয়ে চিন্তিত নন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আফিফ 'বিগ হিটিংয়ের' প্লেয়ার নন। আফিফের বিশেষত্ব হচ্ছে টাইমিং এবং রিদম।

চট্টগ্রামের এই কোচ বলেন, ‘গত বছর সিলেটে বিজয়ের সঙ্গে অনেক কাজ করেছিলাম। আফিফের দিকে দেখেন, তারা বড় না (শরীরের দিক থেকে)। তারা রিদম ও টাইমিংয়ের ওপর নির্ভর করে। তারা বল জোরে মারতে পারে, কিন্তু মুভমেন্টে তাদের রিদম ও টাইমিং দরকার হয়। বড় ক্রিকেটাররা মাসল ব্যবহার করে। তারা পারবে না, যদি করতে যায় কাজ হবে না। ’

‘এটা আসলে বুঝতে পারার ব্যাপার কীভাবে তাদের শরীর কাজ করে বল মারার সময়। যখন এটা হবে তাদের, আমি কিছু ট্রেনিং ও ড্রিলও করাচ্ছি। কিন্তু এটা শুধুই অনুশীলনের একটা ধরন। কিন্তু বুঝতে হবে কীভাবে তাদের শরীর কাজ করে বল মারার সময়। ’

সর্বশেষ

২৯ মার্চ, বুধবার, ২০২৩

‘এভাবে খেলতে থাকলে আমরা বড় বড় ম্যাচেও জিতব’

২৯ মার্চ, বুধবার, ২০২৩

লিটনকে দেখলে মনে হয় ব্যাটিং করা সহজ: স্টার্লিং

২৯ মার্চ, বুধবার, ২০২৩

সফল উদ্বোধনী জুটির নেপথ্যে লিটনের, 'পার্টনার বদলে গেছে'

২৯ মার্চ, বুধবার, ২০২৩

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো করে হোয়াইটওয়াশ করতে হবে’

২৯ মার্চ, বুধবার, ২০২৩

ভারত নয় বাংলাদেশে বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান!

২৯ মার্চ, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রশিদ খান

২৯ মার্চ, বুধবার, ২০২৩

লিটনের নান্দনিক ব্যাটিং আর সুপার সাকিবের ঘূর্ণিতে বাংলাদেশের সিরিজ জয়

২৯ মার্চ, বুধবার, ২০২৩

পূজারাকে অস্ট্রেলিয়ানরা ঘৃণা করতে ভালোবাসে: হ্যাজেলউড

২৯ মার্চ, বুধবার, ২০২৩

ক্যারিবিয়ানদের সিরিজ জেতালেন শেফার্ড-জোসেফ

২৮ মার্চ, মঙ্গলবার, ২০২৩

সাকিব-লিটনদের অপেক্ষায় কলকাতা, জানালেন প্রধান কোচ

আর্কাইভ

বিজ্ঞাপন