ভারতীয় ক্রিকেট

ডাবল সেঞ্চুরির পরের ম্যাচে বাদ, গাঙ্গুলির বিশ্বাস ইশানেরও সময় আসবে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:31 বুধবার, 11 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

নিজের সবশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দ্রুততম ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন ইশান কিশান। এমন পারফরম্যান্সের পরও ভারতের হয়ে পরের ম্যাচেই একাদশে জায়গা হয়নি তার। ইশান এখন পর্যন্ত মুখ না খুললেও সৌরভ গাঙ্গুলি জানালেন তারও সময় আসবে।

মাসখানেক আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশের বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছিলেন ইশান। ২১০ রান করে আউট হলেও মাত্র ১২৬ বলে ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। তবে পরের ম্যাচেই বাদ পড়তে হলো তাকে।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের একাদশে জায়গা মেলেনি ইশানের। তরুণ এই উইকেটকিপারের জায়গায় ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে খেলেছেন শুভমান গিল। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরিও তুলে নিয়েছেন তিনি। গুঞ্জন আছে বিশ্বকাপের ভাবনায় ওপেনিংয়ে রোহিতের সঙ্গী হিসেবে দেখা হচ্ছে গিলকে।

এমনটা হলে লম্বা সময় একাদশে সুযোগ পাওয়া হবে না ইশানের। যদিও সাবেক বোর্ড সভাপতি গাঙ্গুলি মনে করছেন ইশানের সময় আসবে এবং তিনিও সুযোগ পাবেন। এ প্রসঙ্গে গাঙ্গুলি বলেন, ‘আমি নিশ্চিত সে (ইশান কিশান) তার সুযোগ পাবে। তারও সময় আসবে।’

বাংলাদেশের বিপক্ষে এমন পারফরম্যান্সের পরও ইশানকে বাদ দেয়ার কারণ জানতে চাওয়া হয়েছিল গাঙ্গুলির কাছে। সাবেক এই বোর্ড সভাপতি জানিয়েছেন, এটার উত্তর দেয়া কঠিন। বল ঠেলে দিয়েছেন প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিতের কোর্টে।

গাঙ্গুলি বলেন, ‘আমি আসলে জানি (কেন ইশানকে বাদ দেয়া হয়েছে)। আমার জন্য এটা বলা আসলে কঠিন। আমাদের অনেকে অনেক কিছু বলবে। রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মাকে সিদ্ধান্ত নিতে দাও। আসলে যারা খেলে তাদেরই সিদ্ধান্ত নেয়া উচিত কে সেরা।’