রঞ্জি ট্রফি

'এতে আদৌ কিছু যায় আসে?', ট্রিপল সেঞ্চুরির পর পৃথ্বী শ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:50 বুধবার, 11 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বেশ কিছুদিন ধরেই জাতীয় দলে ব্রাত্য পৃথ্বী শ। তবুও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন এই টপ অর্ডার ব্যাটার। এবার রঞ্জি ট্রফিতে দারুণ এক ট্রিপল সেঞ্চুরি করেছেন তরুণ এই ক্রিকেটার।

আসামের বিপক্ষে ৩৮৩ বলে ৩৭৯ রানের ইনিংস খেলেছেন তিনি। তার ইনিংস জুড়ে ছিল ৪৯টি চার ও ৪টি ছক্কা। রঞ্জির ইতিহাসে যেকোনো ব্যাটারের এটা দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড। পৃথ্বী আক্ষেপের সুরে বলেছেন, এতো পারফর্মে কি আদৌ কি কিছু আসে যায়।

পৃথ্বী বলেন, 'রান করতে না পারলে লোকজন সমালোচনা করতে থাকে। এমন লোকজনকে পাত্তা না দেওয়াই ভালো। ওরা কি বলছে এতে আদৌ কিছু যায় আসে? আমি জানি, কোনটা সঠিক আর কোনটা ভুল। কঠিন সময়ে যারা পাশে দাঁড়াননি, আমার জীবনে তাদের কোনও স্থান নেই।'

অবশ্য নিজের এই অর্জনে দারুণ খুশি ভারতীয় এই ব্যাটার। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, 'যেভাবে ব্যাট করছি তাতে আমি খুশি। শুধু বড় স্কোর গড়া মিস করছিলাম। সেটাও হয়ে গেল। যখন আপনি বড় স্কোর গড়ার জন্য ক্ষুধার্ত এবং নিজের কাজটা ঠিকভাবে করতে পারলে পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। গত কয়েকবছর ধরে আমি যা পরিশ্রম করেছি তারই ফল এই ইনিংস।'

মাত্র ১৮ বছর বয়সেই জাতীয় দলে অভিষেক হয়েছিল পৃথ্বীর। অভিষেকেই আলো ছড়িয়েছিলেন তিনি। তবে নিজেদের সেই ফর্ম ধরে রাখতে পারেননি তিনি। একবার নিষিদ্ধ ঔষধ সেবন করে বেশ কিছুদিন নিষিদ্ধও ছিলেন তিনি। এরপর তার ঘুরে দাঁড়াতে লেগেছে লম্বা সময়। এই ক্রিকেটার জানিয়েছেন ঘুরে দাঁড়ানোর পথটা সহজ ছিল না তার জন্য।

পৃথ্বী বলেন, 'আমি খুব বেশি লোকজনের সঙ্গে কথা বলিনি। শুধু চোখ বন্ধ করে নিজের খেলাটাকে ভাবার চেষ্টা করতাম। নিজেরই ব্যাটিংয়ের পুরনো ফুটেজ দেখতাম। একা বসে কোন জায়গায় গলদ থেকে যাচ্ছে তা নিয়ে ভাবনাচিন্তা করতাম। আমি জানি যে সবসময় বড় রান তোলা সম্ভব নয়।'