আইসিসি র‌্যাঙ্কিং

খাওয়াজার উন্নতিতে পেছালেন লিটন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:35 বুধবার, 11 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগে টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ১১ নম্বরে উঠে এসেছিলেন লিটন দাস। তবে উসমান খাওয়াজার উন্নতিতে এক ধাপ পেছালেন বাংলাদেশের এই ব্যাটার। সাউথ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১৯৫ রানের ইনিংস খেলে সেরা দশে জায়গা করে নিয়েছেন খাওয়াজা।

সাদা পোশাকের ক্রিকেটে লম্বা সময় ধরেই ছন্দে রয়েছেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। নতুন বছরে শুরুতেও দারুণ ব্যাট হাতে আলো ছড়িয়েছেন খাওয়াজা। সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১৯৫ রানের ইনিংস খেলেছেন তিনি।

এমন পারফরম্যান্সের পর আইসিসির টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়েছেন খাওয়াজা। ৭৭০ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে ৮ নম্বরে রয়েছেন এই অজি ওপেনার। এদিকে এক ধাপ পেছানো লিটন রয়েছেন ১২ নম্বরে। এক ধাপ করে পিছিয়েছেন দিমুথ করুনারত্নে, রোহিত শর্মা এবং ড্যারিল মিচেল। আর শীর্ষে রয়েছেন মার্নাশ ল্যাবুশেন।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়েছেন বিরাট কোহলি। ১১৩ রানের ইনিংস খেলার সুবাদে ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৬ নম্বরে রয়েছেন ভারতের এই ব্যাটার। এক ধাপ এগিয়ে আটে উঠে এসেছেন রোহিত।

নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন সৌদ শাকিল। এমন পারফরম্যান্সে ২০ ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে ৩০ নম্বরে রয়েছেন পাকিস্তানের এই ব্যাটার। এদিকে টি-টোয়েন্টির অলরাউন্ডারদের মাঝে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।