ভারতীয় ক্রিকেট

এখনই টি-টোয়েন্টি ছাড়ছেন না রোহিত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:11 মঙ্গলবার, 10 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের ভাবনায় নেই রোহিত শর্মা-বিরাট কোহলির মতো ক্রিকেটাররা। এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমে। যে কারণে হার্দিক পান্ডিয়ার অধীনে নতুন দল গড়ছে বোর্ড অব কন্ট্রোল ফর ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতের ‘নতুন’ টি-টোয়েন্টি দলে রোহিত-কোহলিদের জায়গায় দেখছেন না অনেকেই। তবে এখনই টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ছেন না বলে জানিয়েছেন রোহিত।

লম্বা সময় ধরেই আইসিসির টুর্নামেন্টে শিরোপা জিততে পারছে না ভারত। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠলেও ফাইনাল খেলা হয়নি তাদের। ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত। ২০ ওভারের ক্রিকেটের বিশ্বকাপের পর থেকেই আলোচনায় রোহিত-কোহলিদের টি-টোয়েন্টির ভবিষ্যত নিয়ে।

নিউজিল্যান্ডের পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না কোহলি, রোহিত, লোকেশ রাহুলের মতো ক্রিকেটাররা। তবুও হার্দিকের অধীনে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক ভারত। ২০২৪ বিশ্বকাপের জন্য গড়তে যাওয়া দলে নাকি তরুণদের বেশি আধিক্য দেখা যাবে।

তাতেই টি-টোয়েন্টি দলে রোহিত-কোহলিদের ভবিষ্যত দেখছেন না। ভারতীয় সংবাদমাধ্যমে গুঞ্জন উঠেছিল, ওয়ানডে বিশ্বকাপের কারণে চলতি বছর সিনিয়র ক্রিকেটারদের টি-টোয়েন্টি খেলতে দেখা যাবে না। চারিদিকে যখন এমন আলোচনা ঘুরে বেড়াচ্ছে তখন টি-টোয়েন্টিতে নিজের ভবিষ্যত নিয়ে মুখ খুললেন রোহিত।

এ প্রসঙ্গে ভারতের অধিনায়ক বলেন, ‘এই বছর ওয়ানডে বিশ্বকাপ আছে। সব সংস্করণে টানা ম্যাচ খেলা সম্ভব নয়। সব সংস্করণে খেলা খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। আমি অবশ্যই সেই দলেই পড়ি। শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের তিনটি টি-টোয়েন্টি আছে। আমরা দেখব, আইপিএলের পর কী হয়। আমি এই সংস্করণ এখনই ছাড়ছি না এটা নিশ্চিত।’

টি-টোয়েন্টির পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে ভারত। এরপর রোহিতদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। চলতি বছর খেলতে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল)। যেখানে অন্তত ১৮ ম্যাচ খেলার সুযোগ থাকছে ভারতের ক্রিকেটারদের। যদিও আইপিএলের সব ম্যাচেই কোহলি-রোহিতদের দেখা যাবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।