Connect with us

বিসিএল

আকবরের ৮৮, তবুও ১০ উইকেটে হারল নর্থ জোন


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথম ইনিংসে অনেকটা পিছিয়ে থাকার পর নর্থ জোনের আসা-যাওয়ার মিছিলে কেবল উজ্জ্বল ছিলেন তৌফিক খান তুষার এবং আকবর আলী। তাদের দুজনের হাফ সেঞ্চুরিতে ইনিংস হার এড়ায় নর্থ জোন। তৌফিকের ৭২ রানের পর আকবর ৮৮ রানের ইনিংস খেললেও সেন্ট্রাল জোনের জন্য ১০০ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে পারেননি তারা। সহজ লক্ষ্য তাড়ায় আব্দুল্লাহ আল মামুনের ৯ চার এবং তিন ছক্কায় ৬৬ রানের ইনিংসে ১০ উইকেটের জয় পায় সেন্ট্রাল জোন। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বিসিএলের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিন ৪ উইকেটে ১২২ রান নিয়ে ব্যাটিংয়ে নামে নর্থ জোন। তখনও সেন্ট্রাল জোনের চেয়ে ৪৪ থাকা নর্থ জোন উইকেট হারায় দিনের দ্বিতীয় ওভারেই। আবু হায়দার রনির অফ স্টাম্পের খানিকটা বাইরের বল খেলতে গিয়ে উইকেটকিপার জাকের আলি অনিককে ক্যাচ দিয়েছেন নাসির হোসেন। 

প্রথম ইনিংসের মতো এবারও ব্যর্থ অভিজ্ঞ এই ব্যাটার। দলকে বিপাকে ফেলে আউট হয়েছেন ১১ বলে ১ রান করে। সাইফ হাসান ও আকবরের জুটি বড় হতে দেননি আরিফুল হক। ডানহাতি এই পেসারের ভেতরে ঢোকা বলে বোল্ড হয়েছেন তিনি। প্রথম ইনিংসে ৭৩ রান করা সাইফ এদিন আউট হয়েছেন ৪৩ রানে। 

এরপর দলকে একাই টেনেছেন আকবর। তাকে বেশ ভালোভাবেই সঙ্গ দিচ্ছিলেন সোহরাওয়ার্দী শুভ। ৬১ বল খেলে ১৬ রানের বেশি করতে না পারলেও আকবরকে ইনিংস বড় করতে সহায়তা করছিলেন। এদিকে দারুণ ব্যাটিংয়ে ৭১ বলে প্রথমবারের মতো প্রথম শ্রেণির ক্রিকেটে হাফ সেঞ্চুরি তুলে নেন আকবর। 

যদিও সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে তাকে। আবু হায়দারের বলে আব্দুল মজিদের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে খেলেছেন ৮৮ রানের দুর্দান্ত ইনিংস। শেষ ব্যাটার হিসেবে নাঈম আহমেদ ফিরলে ২৪৭ রানে অল আউট হয় নর্থ জোন। ম্যাচ জিততে সেন্ট্রাল জোনের প্রয়োজন হয় ৮২ রান। 

সহজ লক্ষ্য তাড়ায় কোন উইকেটই হারায়নি সেন্ট্রাল জোন। দারুণ ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতেই খেলা শেষ করেন আল মামুন ও মজিদ। ১৭.৪ ওভারে প্রয়োজনীয় রান তুলে পেলেন তারা দুজন। ১০ উইকেটে জয় পাওয়ার ম্যাচে ৬৬ রানে আল মামুন আর ১৭ রানে অপরাজিত ছিলেন মজিদ। এদিকে ম্যাচ সেরা হয়েছেন প্রথম ইনিংসে ১৩৮ রানের ইনিংস খেলা সেন্ট্রাল জোনের জাকের আলি।

সর্বশেষ

২৯ মার্চ, বুধবার, ২০২৩

‘এভাবে খেলতে থাকলে আমরা বড় বড় ম্যাচেও জিতব’

২৯ মার্চ, বুধবার, ২০২৩

লিটনকে দেখলে মনে হয় ব্যাটিং করা সহজ: স্টার্লিং

২৯ মার্চ, বুধবার, ২০২৩

সফল উদ্বোধনী জুটির নেপথ্যে লিটনের, 'পার্টনার বদলে গেছে'

২৯ মার্চ, বুধবার, ২০২৩

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো করে হোয়াইটওয়াশ করতে হবে’

২৯ মার্চ, বুধবার, ২০২৩

ভারত নয় বাংলাদেশে বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান!

২৯ মার্চ, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রশিদ খান

২৯ মার্চ, বুধবার, ২০২৩

লিটনের নান্দনিক ব্যাটিং আর সুপার সাকিবের ঘূর্ণিতে বাংলাদেশের সিরিজ জয়

২৯ মার্চ, বুধবার, ২০২৩

পূজারাকে অস্ট্রেলিয়ানরা ঘৃণা করতে ভালোবাসে: হ্যাজেলউড

২৯ মার্চ, বুধবার, ২০২৩

ক্যারিবিয়ানদের সিরিজ জেতালেন শেফার্ড-জোসেফ

২৮ মার্চ, মঙ্গলবার, ২০২৩

সাকিব-লিটনদের অপেক্ষায় কলকাতা, জানালেন প্রধান কোচ

আর্কাইভ

বিজ্ঞাপন