এলপিএল

এলপিএলে শিরোপা জিতল আফিফের জাফনা কিংস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:35 শনিবার, 24 ডিসেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালে কলম্বো স্টার্সকে দুই উইকেটে হারিয়েছে আফিফ হোসেনের জাফনা কিংস। ফলে তৃতীয়বারের মতো এলপিএলের শিরোপা জিতেছে দলটি।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৬৩ রান তোলে কলম্বো। দলের হয়ে ৪০ বলে সর্বোচ্চ ৪৯ রান আসে দীনেশ চান্দিমালের ব্যাটে। রবি বোপারা করেন ৩৩ বলে অপরাজিত ৪৭ রান।

এছাড়া চারিথ আসালঙ্কা ২৩ বলে ৩১ ও মোহাম্মদ নবি ৯ বলে ১৫ রান করেন। জাফনার হয়ে একটি করে উইকেট নেন থিসারা পেরেরা, বিনুরা ফার্নান্দো, মাহিশ থিকশানা ও দুনিথ ওয়েলালাগে।

লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৪৯ রান তোলে জাফনা। ১৮ বলে ৩৬ রান তুলে ফিরে যান রহমানউল্লাহ গুরবাজ। এরপর চটজলদি ফিরে যান আফিফও। এ দিন ১০ বল খেলে মাত্র তিন রান করেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

বেনি হাওয়েলের বলে ম্যাথুসকে ক্যাচ দিয়ে ফেরেন আফিফ। তারপর ৭২ রানের জুটি গড়েন আভিশকা ফার্নান্দো ও সাদিরা সামাবিক্রমা। এই জুটিতেই মূলত জয়ের কাছাকাছি চলে যায় জাফনা।

৪৩ বলে ৫০ রান করেন আভিশকা ও ২৭ বলে ৪৪ রান তোলেন সাদিরা। তারপর থেকে চটজলদি বেশ কিছু উইকেট হারায় জাফনা। ১৪৬ রানে চতুর্থ উইকেট হারানো দলটি ১৬২ রানের মধ্যে আট উইকেট হারিয়ে ফেলে।

যদিও চার বল হাতে রেখে কাঙ্খিত জয় তুলে নেয় জাফনা। কলম্বোর বোলারদের মধ্যে ২৩ রান খরচায় তিন উইকেট নেন লাকমল। দুটি উইকেট নেন বেনি হাওয়েল।