Connect with us

বিসিএল

হাসান মুরাদের ঘূর্ণিতে ইনিংস ব্যবধানে হারল ইস্ট জোন


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

হাসান মুরাদের দারুণ বোলিংয়ে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ইস্ট জোনকে ইনিংস এবং ১১৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সেন্ট্রাল জোন। ফলোঅনে পড়ে ২৬২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ইস্ট জোন। কিন্তু তৃতীয় দিনের মধ্যে ৯৫ রান তুলতেই ছয় উইকেট হারায় তারা। তারপর চতুর্থ দিনের শুরুতে বাকি উইকেটগুলো হারিয়ে ইনিংস ব্যবধানে ম্যাচ হারে তারা।

শেষদিনের শুরুতে ব্যাটিং করতে নামেন জিয়াউর রহমান এবং নাঈম হাসান। দলের রানের খাতায় কোনো রান যোগ করার আগেই বিদায় নিতে হয় তাকে। মুরাদের বলে বোল্ড হয়ে আগের দিন করা ১০ রানেই বিদায় নিতে হয় তাকে।

তারপর একপাশ দিয়ে রান তুলে যান নাঈম। আগের দিন ছয় রানে অপরাজিত থাকা এই ব্যাটার ৭১ বলে করেন ৪৪ রান। এছাড়া উল্লেখ করার মতো আর রান করেননি আর কেউই। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানের মধ্যে থামতে হয় তাদের।

সেন্ট্রালের বোলারদের মধ্যে চার উইকেট নেন রবিউল হক। তিনটি উইকেট নেন মুরাদ। দুটি উইকেট নেন মুশফিক হাসান এবং একটি উইকেট নেন শুভাগত হোম।

নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল ইস্ট জোন। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন মোহাম্মদ নাঈম শেখ। ৩৫ রান আসে নাঈম হাসানের ব্যাটে। সেই ইনিংসে মাত্র ১৯ রান খরচায় পাঁচ উইকেট নেন মুরাদ।

এর আগে প্রথম ইনিংসে ৪৫৩ রান তোলে সেন্ট্রাল জোন। সেঞ্চুরির দেখা পান জাকের আলী। তিনি করেন ১২১ রান। এছাড়া শুভাগত ৮২ ও আরিফুল হক ৭৮ রান করেন। রবিউলের ব্যাটে আসে ৫৯ রান।

ইস্ট জোনের হয়ে সেই ইনিংসে পাঁচ উইকেট নেন এনামুল হক। চার উইকেট নেন রিপন মন্ডল। একটি উইকেট নেন তানভির ইসলাম।

সর্বশেষ

২৯ মার্চ, বুধবার, ২০২৩

‘এভাবে খেলতে থাকলে আমরা বড় বড় ম্যাচেও জিতব’

২৯ মার্চ, বুধবার, ২০২৩

লিটনকে দেখলে মনে হয় ব্যাটিং করা সহজ: স্টার্লিং

২৯ মার্চ, বুধবার, ২০২৩

সফল উদ্বোধনী জুটির নেপথ্যে লিটনের, 'পার্টনার বদলে গেছে'

২৯ মার্চ, বুধবার, ২০২৩

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো করে হোয়াইটওয়াশ করতে হবে’

২৯ মার্চ, বুধবার, ২০২৩

ভারত নয় বাংলাদেশে বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান!

২৯ মার্চ, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রশিদ খান

২৯ মার্চ, বুধবার, ২০২৩

লিটনের নান্দনিক ব্যাটিং আর সুপার সাকিবের ঘূর্ণিতে বাংলাদেশের সিরিজ জয়

২৯ মার্চ, বুধবার, ২০২৩

পূজারাকে অস্ট্রেলিয়ানরা ঘৃণা করতে ভালোবাসে: হ্যাজেলউড

২৯ মার্চ, বুধবার, ২০২৩

ক্যারিবিয়ানদের সিরিজ জেতালেন শেফার্ড-জোসেফ

২৮ মার্চ, মঙ্গলবার, ২০২৩

সাকিব-লিটনদের অপেক্ষায় কলকাতা, জানালেন প্রধান কোচ

আর্কাইভ

বিজ্ঞাপন