বিসিএল

হাসান মুরাদের ঘূর্ণিতে ইনিংস ব্যবধানে হারল ইস্ট জোন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:29 শুক্রবার, 23 ডিসেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

হাসান মুরাদের দারুণ বোলিংয়ে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ইস্ট জোনকে ইনিংস এবং ১১৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সেন্ট্রাল জোন। ফলোঅনে পড়ে ২৬২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ইস্ট জোন। কিন্তু তৃতীয় দিনের মধ্যে ৯৫ রান তুলতেই ছয় উইকেট হারায় তারা। তারপর চতুর্থ দিনের শুরুতে বাকি উইকেটগুলো হারিয়ে ইনিংস ব্যবধানে ম্যাচ হারে তারা।

শেষদিনের শুরুতে ব্যাটিং করতে নামেন জিয়াউর রহমান এবং নাঈম হাসান। দলের রানের খাতায় কোনো রান যোগ করার আগেই বিদায় নিতে হয় তাকে। মুরাদের বলে বোল্ড হয়ে আগের দিন করা ১০ রানেই বিদায় নিতে হয় তাকে।

তারপর একপাশ দিয়ে রান তুলে যান নাঈম। আগের দিন ছয় রানে অপরাজিত থাকা এই ব্যাটার ৭১ বলে করেন ৪৪ রান। এছাড়া উল্লেখ করার মতো আর রান করেননি আর কেউই। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানের মধ্যে থামতে হয় তাদের।

সেন্ট্রালের বোলারদের মধ্যে চার উইকেট নেন রবিউল হক। তিনটি উইকেট নেন মুরাদ। দুটি উইকেট নেন মুশফিক হাসান এবং একটি উইকেট নেন শুভাগত হোম।

নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল ইস্ট জোন। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন মোহাম্মদ নাঈম শেখ। ৩৫ রান আসে নাঈম হাসানের ব্যাটে। সেই ইনিংসে মাত্র ১৯ রান খরচায় পাঁচ উইকেট নেন মুরাদ।

এর আগে প্রথম ইনিংসে ৪৫৩ রান তোলে সেন্ট্রাল জোন। সেঞ্চুরির দেখা পান জাকের আলী। তিনি করেন ১২১ রান। এছাড়া শুভাগত ৮২ ও আরিফুল হক ৭৮ রান করেন। রবিউলের ব্যাটে আসে ৫৯ রান।

ইস্ট জোনের হয়ে সেই ইনিংসে পাঁচ উইকেট নেন এনামুল হক। চার উইকেট নেন রিপন মন্ডল। একটি উইকেট নেন তানভির ইসলাম।