Connect with us

আইপিএল

বিশ্ব রেকর্ডের পর আইপিএলের নিলাম থেকে নাম সরাচ্ছেন রেহান


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরে খেলার জন্য নিলামে নাম দিয়েছিলেন রেহান আহমেদ। সম্প্রতি তার টেস্ট অভিষেক হয়েছে। অভিষেকেই পাকিস্তানকে ধরাশায়ী করেছেন ১৮ বছর বয়সী এই অলরাউন্ডার। করাচিতে তিনি একাই নিয়েছেন ৫ উইকেট। 

এতো কম বয়সে ক্রিকেট ইতিহাসে আর কেউ ৫ উইকেট নেননি। এমন বিশ্ব রেকর্ডের পর সাদা পোশাকের ক্রিকেটে মনোযোগ দিতে আইপিএলের নিলাম থেকে নিজের নাম সরিয়ে নিচ্ছেন এই তরুণ স্পিনার। তিনি ল্যাঙ্কাশায়ারের হয়ে লাল বলের ক্রিকেটে উন্নতি করতে কাজ করে যেতে চান।

আগামী এপ্রিলে শুরু হবে কাউন্টি চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুম। মূলত ঘরোয়া এই টুর্নামেন্টে মনোযোগ দিতেই আইপিএলে খেলার ইচ্ছে ত্যাগ করছেন তিনি। রেহান জানিয়েছেন তার পছন্দের শীর্ষে টেস্ট ক্রিকেট।

টেস্ট ক্রিকেটে স্বপ্নের মতো অভিষেক হলেও সীমিত ওভারের ক্রিকেটেও সমান কার্যকরী রেহান। ভাইটালিটি ব্লাস্টে সেঞ্চুরি করে সাউদার্ন ব্রেভকে জিতিয়েছিলেন গত গ্রীষ্মে। সেই সঙ্গে বল হাতেও দলের হয়ে নিয়মিত অবদান রেখেছেন তিনি।

যদিও ইংল্যান্ডের লাল বলের কোচ ব্র্যান্ডন ম্যাককালাম বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে জানিয়েছেন, রেহান আইপিএলে সুযোগ পেলে দারুণ ব্যাপার হবে। তরুণ বয়সে আইপিএলে খেলতে পারলে এবং ভিন্ন ভিন্ন কোচ-অধিনায়কদের সঙ্গে কাজ করতে পারলে ব্যক্তিগত ভাবে দারুণ উন্নতি হবে তার।

ম্যাককালাম বলেন, 'এটা দারুণ ব্যাপার হবে। সে যদি সুযোগ পায় দারুণ ব্যাপার হবে। আমি অনেকদিন আইপিএলের সঙ্গে যুক্ত ছিলাম। এটা অনেক সময় সবার জন্য কাজে দেয়। অনেক সময় কাজেও দেয় না। সুযোগ পেলে কেন খেলবে না? সুযোগ পেলে কেন ভিন্ন কোচের অধীনে, ভিন্ন অধিনায়কদের সঙ্গে খেলার অভিজ্ঞতা নেবে না? ১৮ বছরের কোন বাচ্চা এই সুযোগ পায়? সে যদি আইপিএলে খেলে আমরা তাকে উৎসাহ দেব।'

সর্বশেষ

২৯ মার্চ, বুধবার, ২০২৩

‘এভাবে খেলতে থাকলে আমরা বড় বড় ম্যাচেও জিতব’

২৯ মার্চ, বুধবার, ২০২৩

লিটনকে দেখলে মনে হয় ব্যাটিং করা সহজ: স্টার্লিং

২৯ মার্চ, বুধবার, ২০২৩

সফল উদ্বোধনী জুটির নেপথ্যে লিটনের, 'পার্টনার বদলে গেছে'

২৯ মার্চ, বুধবার, ২০২৩

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো করে হোয়াইটওয়াশ করতে হবে’

২৯ মার্চ, বুধবার, ২০২৩

ভারত নয় বাংলাদেশে বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান!

২৯ মার্চ, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রশিদ খান

২৯ মার্চ, বুধবার, ২০২৩

লিটনের নান্দনিক ব্যাটিং আর সুপার সাকিবের ঘূর্ণিতে বাংলাদেশের সিরিজ জয়

২৯ মার্চ, বুধবার, ২০২৩

পূজারাকে অস্ট্রেলিয়ানরা ঘৃণা করতে ভালোবাসে: হ্যাজেলউড

২৯ মার্চ, বুধবার, ২০২৩

ক্যারিবিয়ানদের সিরিজ জেতালেন শেফার্ড-জোসেফ

২৮ মার্চ, মঙ্গলবার, ২০২৩

সাকিব-লিটনদের অপেক্ষায় কলকাতা, জানালেন প্রধান কোচ

আর্কাইভ

বিজ্ঞাপন