ভারতীয় ক্রিকেট

পাইপলাইনে হাফ ডজন লেগ স্পিনার, উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন মিশ্র

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:33 সোমবার, 19 ডিসেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি ক্রিকেটের আবির্ভাবের পর অনেকেই ভেবেছিলেন লেগ স্পিনারদের প্রয়জনীয়তা ফুরিয়ে যাবে। যদিও লেগ স্পিনাররা নিজেদের প্রয়জনীয়তা প্রমাণ করে সংক্ষিপ্ত এই ফরম্যাটে নিজেদের ঘাঁটি গেড়ে নিয়েছেন।

ভারতের ক্রিকেটেও এক সময় লেগ স্পিনারদের রাজত্ব ছিল। পিযুষ চাওলা, অনীল কুম্বলেদের রেখে যাওয়া রাজত্ব সামলাচ্ছেন যুবেন্দ্র চাহাল, রবি বিষ্ণই, রাহুল চাহাররা। ভারতের সাবেক স্পিনার মিশ্র জানিয়েছেন, ভারতের ঘরোয়া ক্রিকেটে অন্তত হাফ ডজন লেগ স্পিনার আছেন যারা জাতীয় দলে খেলতে পারেন।

মিশ্র আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা বোলার। তার ঝুলিতে রয়েছে ১৬৬ উইকেট। আইপিএলে না দেখা গেলেও খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। সর্বশেষ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হরিয়ানার হয়ে খেলেছেন ৪০ বছর বয়সী এই লেগ স্পিনার।

লেগ স্পিনারদের ভবিষ্যৎ নিয়ে মিশ্র বলেন, 'আগে মানুষ ভাবতো টি-টোয়েন্টির আবির্ভাবের সঙ্গে সঙ্গে লেগ স্পিনারদের প্রয়োজনীয়তা কমে যাবে। কিন্তু সেটা সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হয়েছে। লেগ স্পিনাররা শুরু টেস্ট ক্রিকেটেই কার্যকর নয় সীমিত ওভারের ক্রিকেটেও সমান কার্যকরী।'

আইপিএলের উদাহরণ দিয়ে লেগ স্পিনারদের গুরুত্ব বুঝিয়েছেন মিশ্র। তার ভাষ্য, 'আপনারা শুধু আইপিএলের দিকে দেখুন। আমি এবং যুবেন্দ্র চাহাল আইপিএলের সবচেয়ে সফল দুজন বোলার। তাহলে কেন সব ফরম্যাটে লেগ স্পিনারদের আরও সুযোগ দেয়া হবে না?'

ভারতের ক্রিকেটে লেগ স্পিনারদের সম্ভাবনার কথা জানিয়ে মিশ্র বলেন, 'ভারতের পাইপলাইনে অনেক লেগ স্পিনার রয়েছে। ঘরোয়া ক্রিকেটে আমাদের মানসম্পন্ন অনেক স্পিনার রয়েছে। আমি নাম বলতে চাচ্ছি না। কিন্তু হাফ ডজনেরও বেশি মানসম্পন্ন লেগ স্পিনার রয়েছে যারা প্রত্যেকেই ভারতীয় দলের খেলতে পারে।'