এলপিএল

আফিফের হাফ সেঞ্চুরির পর জাফনার জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:07 রবিবার, 18 ডিসেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) নিজের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছেন  আফিফ হোসেন ধ্রুব। এই টাইগার ব্যাটার গল গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে দারুণ এক হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। আর তাতে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ১৭০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল জাফনা।

জবাবে খেলতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে গল। এরপর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। তারা শেষ পর্যন্ত সংগ্রহ করতে পেরেছে ৯ উইকেট হারিয়ে ১৫৪ রান। গলের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৫৮ রানের ইনিংস খেলেছেন কুশল মেন্ডিস। ২৩ রান এসেছে ইফতেখার আহমেদের ব্যাট থেকে।

শেষদিকে আর কেউ দাঁড়াতে না পারলে জয় বঞ্চিত হয় গল। জাফনার হয়ে ৩টি উইকেট নিয়েছেন বিনুরা ফার্নান্দো। ২টি করে উইকেট পেয়েছেন জেমস ফুলার ও ভিজয়কান্ত ভিয়াসকান্ত। একটি উইকেট পেয়েছেন মাহিশ থিকশানা।

এর আগে এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে জাফনা কিংস দারুণ শুরু পায় রহমানউল্লাহ গুরবাজ ও আভিষেক ফার্নান্দোর ব্যাটে। এই দুজনে যোগ করেন ৩১ রান।  গুরবাজ আউট হয়েছেন ২৩ রান করে। 

ফার্নান্দো ফিরেছেন ১৮ রান করে। ওয়ানডাউনে নেমে দলের হাল ধরেন আফিফ। তৃতীয় উইকেটে তিনি সাদিরা সামারাবিক্রমার সঙ্গে যোগ করেন ৬৬ রান।

সামারাবিক্রমা ফেরেন ২৮ বলে ৩২ রানের ইনিংস খেলে। এরপর শূন্য রানে আউট হয়ে যান শোয়েব মালিক। চতুর্থ উইকেটে থিসারা পেরেরাকে নিয়ে নিজের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি।

ব্যাটিংয়ে নেমে ঝড় তুলেছিলেন পেরেরা। তিনি ১৩ বলে ২৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। এই ইনিংস জুড়ে ছিল চারটি চারের মার। এরপর আফিফকে সঙ্গ দিতে আসেন জেমস ফুলার।

যদিও ইনিংস শেষ করে আসতে পারেননি তিনি। ১৯তম তম ওভারের দ্বিতীয় বলে নুয়ান থুশারাকে উড়িয়ে মারতে গিয়ে আফিফ আউট হয়েছেন ৫৪ রানে। এই ইনিংস জুড়ে ছিল একটি ছক্কা ও ৫টি চারের মার।