আইএলটি-টোয়েন্টি

দেশি ক্রিকেটারদের নাম ঘোষণা করলো পোলার্ডের এমিরেটস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:21 শুক্রবার, 09 ডিসেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট || 

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) উদ্বোধনী আসরের জন্য ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করতে শুরু করেছে এমআই ক্যাপিটালস। তারই অংশ হিসেবে এবার চার জন দেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি আইএলটি-টোয়েন্টিতে অংশ নিচ্ছে এমআই এমিরেটস নামে। ৯ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে চারজন দেশি ক্রিকেটারকে দলে ভেড়ানোর তথ্যটি নিশ্চিত করেছে এমআই কতৃপক্ষ।

এই চার ক্রিকেটার হলেন মোহাম্মদ ওয়াসিম, বাসিল হামিদ, বৃত্তিয়া আরভিন্দ এবং জাহুর খান। সংযুক্ত আরব আমিরাত টি-টোয়েন্টি দলের ব্যাটিংয়ের সবচেয়ে বড় তারকা ওয়াসিম। হামিদ বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই দুর্দান্ত ফর্মে আছেন। তাছাড়া পেসার জাহুরও বল হাতে দুর্দান্ত সময় পার করছেন।

এদিকে আরও বেশ কয়েক দিন আগেই ফ্যাঞ্চাইজিটি তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে। এমিরেটসের হয়ে অধিনায়কত্ব করবেন কাইরন পোলার্ড। এই ক্যারিবিয়ান অলরাউন্ডার দীর্ঘদিন খেলেছেন আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।

পোলার্ডের নেতৃত্বে তারকা সমৃদ্ধ দলই গড়েছে এমিরেটস। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাঠ মাতাতে দেখা যাবে ক্যারিবিয়ান ড্রোয়াইব ব্রাভো, নিকোলাস পুরাণ, কিউই পেসার ট্রেন্ট বোল্ট এবং প্রোটিয়া লেগ স্পিনার ইমরান তাহিরকে।

এদিকে এমআই পরিবারকে দেখা যাবে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটি-টোয়েন্টির অভিষেক আসরেও। এই লিগে এমআই কেপটাউন নামে অংশ নিচ্ছে তারা। রশিদ খানের নেতৃত্বে এই দলের হয়ে খেলবেন কাগিসো রাবাদা, ডেওয়াল্ড ব্রেভিস, রাসিন ভন ডার ডাসেন, জোফরা আর্চার, স্যাম কারান এবং লিয়াম লিভিংস্টোনের মতো তারকারা।