বাংলাদেশ- ভারত সিরিজ

ক্রিকেটারদের ইনজুরিতে পড়ার কারণ অনুসন্ধানে নামবেন রোহিত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:04 বৃহস্পতিবার, 08 ডিসেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতীয় দলের প্রায় প্রতি সিরিজেই ইনজুরির কারণে খেলেন না কোনো না কোনো ক্রিকেটার। যেকোনো সিরিজে ইনজুরিতেও পড়ে যান অনেক ক্রিকেটার। যার প্রভাব পড়ে মাঠের খেলাতেও। এসব নিয়ে বিরক্ত রোহিত শর্মা। ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমীর (এনসিএ) সঙ্গে বসে এসবের যথাযথ সমাধান চান ভারতের অধিনায়ক।

ইনজুরির কারণে গত এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেননি ভারতের পেসার জসপ্রীত বুমরাহ এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। দুই অভিজ্ঞ ক্রিকেটারের না থাকার খেসারত এই দুই ইভেন্টে বেশ ভালোভাবেই দেয় ভারত।

ইনজুরির কারণে এবারের বাংলাদেশ সিরিজেও আসেননি বুমরাহ ও জাদেজা। ফলে এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারে ভারত। এদিকে বাংলাদেশ সিরিজ শেষ হতে না হতেই ইনজুরির কারণে দেশে ফিরছেন দুই পেসার কুলদীপ সেন ও দীপক চাহার এবং রোহিত নিজেও!

এসব নিয়ে বিরক্ত রোহিত। ভারতের অধিনায়ক ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মাঠ ছাড়লেও বিশেষভাবে পেসারদের ইনজুরি নিয়ে উদ্বিগ্ন তিনি। তার মতে, ক্রিকেটাররা হয়তো বেশি 'ওয়ার্কলোড' নিয়ে ফেলছে। এনসিএ'র সঙ্গে এগুলো তদারকি করতে চান ভারতের অধিনায়ক।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ হারের পর রোহিত বলেন, 'ইনজুরি নিয়ে আমরা অবশ্যই চিন্তিত। আমাদের এর কারণ খুঁজে বের করা উচিত। আমি জানি না আসলে হচ্ছেটা কী! সম্ভবত তারা অনেক ক্রিকেট খেলে ফেলছে। আমাদের উচিত তাদের দেখভাল করা। তাদের এটা বোঝা উচিত, যখন তারা ভারতের হয়ে খেলবে, তখন তাদের ১০০ ভাগ ফিট হতে হবে। মানে একশ'র বেশি ভাগ ফিট হতে হবে।'

'এই ব্যাপারে আমাদের নজর দেয়া উচিত। আমরা দেশে ফিরে জাতীয় ক্রিকেট একাডেমীর সঙ্গে বসব এবং সবার ওয়ার্কলোডে নজর রাখব। সবাই অর্ধেক ফিট হয়ে এখানে আসবে আর দেশকে প্রতিনিধিত্ব করবে, এমনটা মানা যায় না। দেশকে প্রতিনিধিত্ব করাটা অনেক সম্মানের, তারা যদি ফিট না হয় তাহলে তো হলো না। এটার পেছনে মূল কারণ খুঁজে বের করতে হবে।'