আইসিসি র‍্যাঙ্কিং

শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন ল্যাবুশেন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:24 বুধবার, 07 ডিসেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৩০৮ রান করেছেন মার্নাস ল্যাবুশেন। এমন পারফরম্যান্সের ফলে টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন এই অজি ব্যাটার।

তিনি ছাড়িয়ে গেছেন ইংলিশ ওপেনার জো রুটকে। পার্থে প্রথম ইনিংসে ২০৪ রানের ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ১০৪ রানের অপরাজিত ইনিংস।

এর ফলেই র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন তিনি। পার্থ টেস্টের পারফরম্যান্সের কারণে তিনি ৫০ রেটিং পয়েন্ট অর্জন করেছেন। আর তাতেই গত বছরের জুলাইয়ের পর শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন ল্যাবুশেন।

এই অজি ব্যাটারের রেটিং এখন ৯৩৫। এর আগে তার সর্বোচ্চ রেটিং ছিল ৯৩৬। ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভালো করতে পারলে বিরাট কোহলির ৯৩৭ ও স্যার ভিভ রিচার্ডসের ৯৩৮ রেটিংও ছাড়িয়ে যেতে পারেন।

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ভালো করতে পারেননি জো রুট। প্রথম ইনিংসে ২৩ রানের পর দ্বিতীয় ইনিংসে তিনি ফিরেছেন ৭৩ রান করে। এর ফলে তিন ধাপ পিছিয়ে গেছেন তিনি।

এক ধাপ করে উন্নতি করেছেন স্টিভেন স্মিথ ও বাবর আজম। স্মিথ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। বাবর খেলেছেন ১৩৬ রানের দারুণ এক ইনিংস। যদিও দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ রান করে ফিরেছেন পাকিস্তান অধিনায়ক।