এলপিএল

এলপিএলে খেলা হচ্ছে না হাসনাইনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:26 মঙ্গলবার, 06 ডিসেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

মঙ্গলবার থেকে শুরু হয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর। যেখানে গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলার কথা ছিল মোহাম্মদ হাসনাইনের। যদিও এই পেসারকে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার অনুমতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে এই পেসারকে আসন্ন পাকিস্তান কাপে দেখা যেতে পারে। আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩ জানুয়ারি পর্যন্ত চলবে পাকিস্তানের এই ঘরোয়া টুর্নামেন্টটি।

এ কারণেই তাকে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেয়নি পিসিবি। এরই মধ্যে হাসনাইনের বিকল্প ক্রিকেটার খুঁজে নিয়েছে গল গ্ল্যাডিয়েটর্স। তারা বদলি ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে পাকিস্তানের আরেক পেসার ওয়াহাব রিয়াজকে।

হাসনাইন না পেলেও এলপিএলে খেলার অনুমতি পেয়েছেন রিয়াজ ছাড়াও সাত পাকিস্তানি ক্রিকেটার। তারা হলেন, আসাদ শফিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শোয়েব মালিক, হায়দার আলী, আহমদ দানিয়াল ও আনোয়ার আলী।

এর মধ্যে পাকিস্তানের এক সময়ের তারকা ব্যাটার শোয়েব মালিক খেলবেন জাফনা কিংসের হয়ে। আর হায়দার আলী আর দানিয়াল খেলবেন ডাবুল্লা অরার হয়ে।

এলপিএলের এবারের আসরের সব ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানটোটা, কেন্ডি ও কলম্বোতে। আগামী ২৩ ডিসেম্বর কলম্বোতে হবে আইপিএলের এবারের আসরের ফাইনাল।