বাংলাদেশ-ভারত সিরিজ

রাহুলকে 'অলরাউন্ডার' তকমা দিলেন গাভাস্কার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:14 মঙ্গলবার, 06 ডিসেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাটিংয়ের সঙ্গে বোলিং কিংবা বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়ে দক্ষ ক্রিকেটারদেরই অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়। এর ফলে উইকেটরক্ষকদের অলরাউন্ডার হওয়ার নজির নেই। এবার লোকেশ রাহুলকে সেই অলরাউন্ডার তকমা দিলের সুনীল গাভাস্কার।

মূলত উইকেটকিপিংয়ের সঙ্গে মিডল অর্ডারে দারুণ ব্যাটিংয়ের দক্ষতার কারণে তাকে অলরাউন্ডার বলছেন ভারতের সাবেক এই ওপেনার। রাহুল মূলত পাঁচ নম্বরে নিজের জায়গা পাঁকা করতে চাইছেন বলে মনে করেন গাভাস্কার। ফলে ভারত একজন বাড়তি বোলার খেলানোর সুযোগ পাবে বলে বিশ্বাস এই সাবেক ক্রিকেটারের।

তিনি বলেন, ‘ধাওয়ান-রোহিত ওপেন করায় বেশিরভাগ সময়ে সে (লোকেশ রাহুল) ভারতের হয়ে ৫ নম্বরে ব্যাট করে। বিরাট কোহলি তিন নম্বরে ব্যাট করতে নামে (তাই টপ অর্ডারে জায়গা খালি নেই)। হয়ত ব্যাটিং অর্ডারের ওই জায়গাটাকেই সুনিশ্চিত করতে চাইছে রাহুল।'

'এর ফলে প্রথম একাদশে আরও একটি বিকল্প খুলে যায় টিম ম্যানেজমেন্টের সামনে। যদি তোমার হাতে এমন কেউ থাকে, যে কিনা মিডল অর্ডারে ব্যাট করার পাশাপাশি কিপিং করতে পারে, তবে একজন বাড়তি বোলার খেলানোর সুযোগ থাকে।’

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই ইনজুরির কারণে ছিটকে গেছেন বিশেষজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত। এর ফলে বাধ্য হয়েই উইকেটের পেছনে দায়িত্ব নিতে হয়েছে রাহুলকে। প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ৭০ বলে ৭৩ রানের দারুণ ইনিংস খেলেও মেহেদী হাসান মিরাজের ক্যাচ ফেলে সমালোচনার জন্ম দিয়েছেন।

এরপরও রাহুলের ওপর ভরসা রাখছেন গাভাস্কার। তিনি বলেন, ‘আমি তাকে একজন অলরাউন্ডার বলব, কেননা সে কিপিং করতে পারে, ওপেন করতে পারে এবং পাঁচ নম্বরেও ব্যাট করতে পারে। তাই আমার মতে লোকেশ রাহুল একজন যথার্থ অলরাউন্ডার। এ ছাড়া যে রকম অভিজ্ঞতা ও শট রয়েছে তার হাতে, তাতে ৫-৬ নম্বরে যে ধরনের ফিনিশার তোমার দরকার, সেই ভূমিকা পালন করতে পারে রাহুল।’