ভারতীয় ক্রিকেট

হার্দিকই পারবেন ভারতকে এগিয়ে নিতে, বিশ্বাস রশিদের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:45 রবিবার, 04 ডিসেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকেই বাদ পড়তে হয়েছে ভারতকে। ফাইনালে না খেলতে পারায় অনেকে অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে দেয়ার পরামর্শ দিয়েছেন। নতুন অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে বেছে নিতেও বলেছেন অনেকে। এই ফরম্যাটে পান্ডিয়া ভারতের নেতৃত্ব পেলে খুশি হবেন রশিদ খান।

বিশ্বকাপ ব্যর্থতায় পুরো নির্বাচক কমিটিকে বরখাস্ত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। নতুন নির্বাচক কমিটি দায়িত্ব নিলেই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারাতে পারেন রোহিত শর্মা।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বিরাট কোহলি। সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপ দিয়ে শেষ হয় কোহলির টি-টোয়েন্টি দলের নেতৃত্ব। এরপর দায়িত্ব তুলে দেয়া হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসকে ৫বার চ্যাম্পিয়ন করা রোহিতকে।

স্থায়ী এবং অস্থায়ী হিসেবে ভারতকে ৫১ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন ডানহাতি এই ওপেনার। ভারতকে ৫০ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন এমন অধিনায়কদের মাঝে সবচেয়ে বেশি জয়ের হার রোহিতের। তার অধীনে ৩৯ ম্যাচে জয় পেয়েছে ভারত।

যদিও তার অধীনে আইসিসি বা এসিসির ইভেন্টে কিছুই করতে পারেনি ভারত। সবকিছু মিলিয়েই আইপিএলে গুজরাট টাইটান্সকে শিরোপা জেতানো হার্দিকের দিকে চোখ রাখছে বিসিসিআই। আর এতে ভালো কিছু হবে বলেই বিশ্বাস রশিদের।

রশিদ বলেন, 'আমি হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব খেলেছি। নেতৃত্বে তার যথেষ্ট গুনাগুণ আছে এই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার। আইপিএলেও সে এমনটা দেখিয়েছে। ভারতের ক্রিকেট বোর্ডই ঠিক করবে তারা কাকে পরবর্তী অধিনায়ক হিসেবে চায়, তবে আমি তার নেতৃত্বে খেলতে অনেক উপভোগ করেছি।'

গেল নিউজিল্যান্ড সফরেই ভারতকে নেতৃত্ব দেন হার্দিক। সবমিলিয়ে ভারতকে এখন পর্যন্ত ১৯টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। এর মধ্যে ১৫টিতেই জিতেছে তার দল।