ক্রিকেট সাউথ আফ্রিকা

'আমাদের ৪-৫ জনের গড় ৫০ ছিল', বাভুমাদের স্মিথের খোঁচা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:43 শনিবার, 03 ডিসেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৩ রানে হেরে বিদায় নিয়েছিল সাউথ আফ্রিকা। এ ছাড়াও সাম্প্রতিক পারফরম্যান্স স্বস্তি দিচ্ছে না প্রোটিয়াদের।

তিন ফরম্যাটেই সাউথ আফ্রিকার পারফরম্যান্স তলানির দিকে। এমন পারফরম্যান্স দেখে তৃণমূলে আমুল পরিবর্তনের পরামর্শ দিয়েছেন সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ।

বিশেষ করে তিনি টেস্ট দলের কড়া সমালোচনা করেছেন। এখনকার টেস্ট দলের কোনো ক্রিকেটারেরই গড় ৪০ এর মধ্যে নেই। তার সময় অন্তত ৪ জন্য ব্যাটারের গড় ৫০ এর ঘরে ছিল বলে আক্ষেপ করেছেন তিনি।

সাউথ আফ্রিকার ক্রিকেট নিয়ে স্মিথ বলেন, 'আমি সাউথ আফ্রিকার টেস্টের ব্যাটিং লাইনআপ দেখেছি এবং কারো গড় ৪০ নয়। আমি যখন খেলতাম চারজনের মতো ব্যাটারের গড় ৫০ ছিল।'

এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করার বিকল্প দেখছেন না তিনি। প্রতিভা খুঁজে বের করতে ভারতকে অনুসরণ করার পরামর্শ দিয়েছেন তিনি।

স্মিথের ভাষ্য, 'একটি জিনিস নিশ্চিত করতে হবে। ভারতের মতো, তাদের অনেক প্রতিভা আছে। আপনি তাদের নিয়ে দুটি স্কোয়াড বানাতে পারবেন। কিন্তু আপনি পারফরম্যান্সের দিকে দেখুন এবং কি ধরনের ক্রিকেটার আছে এখানে।'

প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করতে পারলে পরিস্থিতি বদলে যাবে বলেও বিশ্বাস স্মিথের। তিনি বলেন, 'আমরা যদি সাউথ আফ্রিকান নির্বাচকদের ২৫ থেকে ৪০ জন মানসম্পন্ন ক্রিকেটার দিতে পারি। তাহলে পরিস্থিতি আমূল বদলে যাবে।'