বিপিএল

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচের দায়িত্বে জুলিয়ান উড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:26 শনিবার, 03 ডিসেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্ব ক্রিকেটে বিশেষজ্ঞ পাওয়ার হিটিং কোচ হিসেবে ব্যপক জনপ্রিয় জুলিয়ান রস উড। মূলত ক্রিকেটের সঙ্গে বেস বলের হিটিংয়ের কৌশলের সংমিশ্রণে পাওয়ার হিটিংয়ের কৌশল বের করেছেন তিনি।

এবার তাকেই প্রধান কোচের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এর আগেও বিপিএলে কাজ করেছেন তিনি। বিপিএলের অষ্টম আসরে পাওয়ার হিটিং কোচ ছিলেন সিলেট সিক্সার্সের।

আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়া, পাকিস্থান, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বেশ কয়েক বছর ধরে পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানসের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

এই ইংলিশ কোচ কাজ করেছেন আইপিএলের দল পাঞ্জাব কিংসের সঙ্গেও। বিপিএলের এবারের আসরে তাকে কাজ করতে দেখা যাবে আফিফ হোসেন ধ্রুব-তৌফিক খানদের সঙ্গে। বিপিএলের এবারের আসরের নিলাম থেকে শক্তিশালী দল সাজিয়েছে চট্টগ্রামে।

দলে অভিজ্ঞ তাইজুল ইসলাম, জিয়াউর রহমানদের সঙ্গে রয়েছেন তরুণ মেহেদী হাসান রানা, মৃত্যুঞ্জয় চৌধুরিরা। দলটিতে বিদেশি রিক্রুট হিসেবে রয়েছেন কার্টিস ক্যাম্ফার ও আশান প্রিয়াঞ্জনের মতো উদীয়মান ক্রিকেটারও।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স -

সরাসরি চুক্তি - আফিফ হোসেন, বিশ্ব ফার্নান্দো, কার্টিস ক্যাম্ফার ও আশান প্রিয়ঞ্জন।

ড্রাফট থেকে- মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম, মেহেদি হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদি মারুফ, জিয়াউর রহমান, ম্যাক্স ও'ডাউড, উম্মুক্ত চাদ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা ও তৌফিক খান তুষার।