বাংলাদেশ - ভারত সিরিজ

ভারত সিরিজে অধিনায়কত্বের সামর্থ্য দেখাতে চান লিটন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:59 শনিবার, 03 ডিসেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

কুঁচকির চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। বাঁহাতি এই ওপেনারের চোটে ওয়ানডে সিরিজে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন দাস। এর আগেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে সেটি কেবলই এক ম্যাচে। মাহমুদউল্লাহ রিয়াদের চোটের কারণে ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দায়িত্ব পেয়েছিলেন লিটন।

যদিও সেই ম্যাচে কিউইদের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। এদিকে কদিন আগে শেষ হওয়া বিসিএলের ওয়ানডে সংস্করণে নর্থ জোনের অধিনায়ক ছিলেন লিটন। যেখানে ব্যাট হাতে সাফল্য না পেলেও অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন তিনি। বাংলাদেশের দায়িত্ব পেয়ে বেশ রোমাঞ্চিত ডানহাতি এই ওপেনার। সেই সঙ্গে ধন্যবাদ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

এ প্রসঙ্গে ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘ধন্যবাদ বিসিবিকে, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি খুব রোমাঞ্চিত। একটা বড় সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। চেষ্টা করব আমার যতটুকু সামর্থ্য আছে তা দেখানোর।’

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেয়াকে 'ভ্যাকেশন' হিসেবে দেখছেন লিটন। তিনি বলেন, ‘সেটা তো ছিল 'ভ্যাকেশনের' মতো। এবার আপনারা যেভাবে খবর পেয়েছেন গতকাল, আমিও তেমনভাবে অধিনায়কত্বের খবরটা পেয়েছি।’

২০১৫ সালে অভিষেক হওয়ার পর ক্যারিয়ারে উত্থান-পতন দুটোই দেখেছেন লিটন। বছর দুয়েক আগেও পারফরম্যান্সের কারণে ব্যাপক হারে সমালোচিত হতে হয়েছে তাকে। তবে সাম্প্রতিক বছরগুলোতে দারুণ ছন্দে রয়েছেন তিনি। তিন সংস্করণেই বর্তমানে দেশের সেরা ব্যাটার এই ওপেনার।

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে চলতি বছরে তিন সংস্করণেই ৫০০ এর বেশি রান করেছেন লিটন। ক্যারিয়ারের সাত বছর কেমন ছিল এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘অনেক মজার ছিল। অনেক উত্থান-পতন ছিল। আমি অনেক অনেক রোমাঞ্চিত। প্রত্যেকেই জাতীয় দলে খেলার স্বপ্ন থাকে। আর সবচেয়ে বড় স্বপ্ন দেশকে নেতৃত্ব দেওয়া।’