অস্ট্রেলিয়া ক্রিকেট

হাসপাতাল ছেড়ে আবারও ধারাভাষ্য কক্ষে পন্টিং

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:49 শনিবার, 03 ডিসেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

পার্থে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যেকার প্রথম টেস্টের তৃতীয় দিন সেভেন নেটওয়ার্কের হয়ে ধারাভাষ্য দিচ্ছিলেন রিকি পন্টিং। এমন সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। এরপর দ্রুতই হাসপাতালে নেয়া হয় তাকে। সুস্থ হয়ে পরদিনই (৩ ডিসেম্বর) ধারাভাষ্য কক্ষে ফেরেন পন্টিং।

টেস্টের তৃতীয় দিনের লাঞ্চের আগে ৪০ মিনিট ধারাভাষ্যে ছিলেন পন্টিং। লাঞ্চের সময় ধারাভাষ্য কক্ষ থেকে বেরিয়ে যান ৪৭ বছর বয়সি কিংবদন্তি এই ক্রিকেটার। সেসময় তার ঘনিষ্ঠ বন্ধু ও অস্ট্রেলিয়ার সাবেক প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে করে গাড়িতে হাসপাতাল যান।

মূলত বুকে ব্যথা অনুভব করছিলেন পন্টিং। এরপর ব্যথায় কাতরাতে থাকলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে সঠিক সময়েই চিকিৎসা হয় পন্টিংয়ের। যার কারণে বড় রকমের বিপদ থেকে বেঁচে গেছেন তিনি।

ধারাভাষ্য কক্ষে ফিরে পন্টিং বলেন, 'আমি সম্ভবত অনেক মানুষকেই ভয় পাইয়ে দিয়েছি। এটা আমার নিজের জন্যেও ভীতি জাগানিয়া ছিল। তৃতীয় দিন আমি ধারাভাষ্য কক্ষে বসে ছিলাম। তখন আমার বুকে দুবার করে সুক্ষ ব্যথা অনুভূত হয়। আমি এর থেকে মুক্তি পেতে চেয়েছিলাম।'

'আমি আস্তে আস্তে ধারাভাষ্য কক্ষ থেকে বের হই। ক্লান্ত হয়ে পাশের বেঞ্চে বসে পড়ি। বের হওয়ার সময় আমি জেএলকে (জাস্টিন ল্যাঙ্গার) বলি। তখন ক্রিস জোনসও আমার কথা শুনতে পায়। সে সেখান থেকে আমাকে বের করে। ১০-১৫ মিনিটের মধ্যে আমি হাসপাতালে পৌঁছাই এবং সেরা চিকিৎসা পাই।'

সাবেক ক্রিকেটাররা স্বাস্থ্য নিয়ে বর্তমানে বেশ সচেতন। ২০২০ সালে ডিন জোনস মারা যাওয়ার পর সাম্প্রতিক সময়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন শেন ওয়ার্ন এবং রায়ান ক্যাম্পবেল।