বাংলাদেশ- ভারত সিরিজ

বাংলাদেশ সিরিজে শামির বিকল্প উমরান মালিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:17 শনিবার, 03 ডিসেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন মোহাম্মদ শামি। কাঁধের ইনজুরির কারণে ৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে খেলা হচ্ছে না ভারতের এই পেসারের। শামির জায়গায় ভারতীয় দলে ডাক পেলেন আইপিএল মাতানো গতি তারকা উমরান মালিক।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে এমনটাই। জানা গেছে, এই ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজও খেলবেন না শামি।

মূলত অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েই এই ইনজুরিতে পড়েন শামি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটিতে বিশ্রামে রাখা হয় তাকে। এবার এই ইনজুরিতে বছরের বাকি সময়টা নাও খেলতে পারেন তিনি।

বিসিসিআই বলেছে, 'বাংলাদেশ সিরিজের আগে অনুশীলন করতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েছেন ফাস্ট বোলার মোহাম্মদ শামি। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে এই মুহূর্তে সে বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে আছে।'

'সে এই তিন ম্যাচে খেলার মতো অবস্থায় নেই। ভারতের নির্বাচক কমিটি তার জায়গায় উমরান মালিককে বদলি হিসেবে বিবেচনা করছে।'

এদিকে টেস্টে শামির বদলি কে হবে তা এখনও জানায়নি বিসিসিআই। একই সময়ে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে খেলছে ভারত 'এ' দল। ভারত 'এ' দলে পেসার হিসেবে আছেন নবদ্বীপ সাইনি ও মুকেশ কুমার।

ধারণা করা হচ্ছে, শামির বিকল্প হিসেবে এই দুজন থেকে একজনকে বেছে নেবে বিসিসিআই। নবদ্বীপ সাইনি এর আগে দুটি টেস্ট খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি মুকেশের।