অস্ট্রেলিয়া - ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ব্যাটিং বিপর্যয়ে বিপাকে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার বড় লিড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:28 শুক্রবার, 02 ডিসেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার রান পাহাড়ের জবাব দিতে নেমে বেশ ভালোভাবেই লড়াই করছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষের ব্যাটিং বিপর্যয়ে পার্থ টেস্টে বিপাকে পড়ে সফরকারীরা। প্যাট কামিন্স-মিচেল স্টার্কদের দারুণ বোলিংয়ে প্রথম টেস্টের নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ৩৪৪ রানে এগিয়ে স্বাগতিকরা।

পার্থে আগের দিনের বিনা উইকেটে ৭৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ত্যাগনারায়ণ চন্দরপল এবং ক্রেইগ ব্রাথওয়েট। দিনের প্রথম ওভারেই তাদের দুজনের জুটি ভাঙেন জস হেজেলউড। ডানহাতি এই পেসারের গুড লেংথ ডেলিভারিতে এজ হয়ে প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন চন্দরপল। আউট হওয়ার আগে অবশ্য অভিষেক ম্যাচেই নিজের হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটার।

হেজেলউডের আগের বলেই চার মেরে ৭৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন চন্দরপল। তিনে নেমে বেশ দেখেশুনেই খেলছিলেন এনক্রুমাহ বোনার। তবে ক্যামেরন গ্রিনের গতিময় বল সরাসরি আঘাত হানে তার হেলেমেটে। এরপর খানিকটা সময় ব্যাটিং করলেও সেটা চালিয়ে যেতে পারেননি। ফলে ৪৭ বলে ১৬ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেনে বোনার।

কনকাশন সাব হিসেবে তার বদলি নামেন শামার ব্রুকস। এরপর অবশ্য প্রতিরোধ গড়ে তোলেন ব্রাথওয়েট এবং জার্মেইন ব্ল্যাকউড। হাফ সেঞ্চুরি করা ব্রাথওয়েটকে ফিরিয়ে তাদের দুজনের জুটি ভাঙেন প্যাট কামিন্স। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ককে বোল্ড করে টেস্টে দুইশতম উইকেটের মাইলফলক স্পর্শ করেন ডানহাতি এই পেসার। পাঁচে নেমে থিতু হতে পারেননি কাইল মেয়ার্স।

অফ স্টাম্পে স্টার্কের গুড লেংথ ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরেছেন ১ রান করা বাঁহাতি এই ব্যাটার। ব্ল্যাকউডকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে টেনে তোলার চেষ্টা করেছিলেন জেসন হোল্ডার। তবে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে ইনিংস বড় করতে দেননি নাথান লায়ন। ডানহাতি এই অফ স্পিনারের বল লেগ সাইডে খেলতে গিয়ে লেগ স্লিপে দাঁড়িয়ে থাকা ওয়ার্নারের হাতে ধরা পড়েন ২৭ রান করা হোল্ডার।

এরপর অবশ্য সেভাবে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৩ উইকেটে ২০৯ রান তোলা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত অল আউট হয়েছে ২৮৩ রানে। নিজেদের শেষ ৭৪ রানে ৭ উইকেট হারায় সফরকারীরা। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন কামিন্স এবং স্টার্ক। এ ছাড়া লায়ন দুটি এবং একটি করে উইকেট নিয়েছেন হেজেলউড ও গ্রিন।

ওয়েস্ট ইন্ডিজ ফলোঅন করার সুযোগ থাকলেও সেটা না করে ৩১৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। শেষ বিকেলে ব্যাটিং করতে নেমে দলীয় ২০ রানে উইকেট হারায় স্বাগতিকরা। কেমার রোচের লেংথ ডেলিভারিতে উইকেটে পেছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন খাওয়াজা। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা খাওয়াজা এদিন আউট হয়েছেন ৬ রানে।