আইপিএল

আইপিএল থেকে 'চ্যাম্পিয়নের' বিদায়, থাকছেন চেন্নাইতেই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:44 শুক্রবার, 02 ডিসেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের আগে চেন্নাই সুপার কিংসের রিটেইন লিস্টে নাম ছিল না ডোয়াইন ব্রাভোর। এরপর ধারণা করা হচ্ছিল আইপিএলে আর নাও দেখা যেতে পারে এই ক্যারিবিয়ান অলরাউন্ডারকে। সেই ধারণাই সত্যি হয়েছে।

আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে আইপিএলের সঙ্গেই থাকছেন। পুরোনো চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন তিনি। আইপিএলের গত মৌসুমে চেন্নাইয়ের পেস বোলিং কোচ ছিলেন লক্ষ্মীপতি বালাজি। তিনি এক বছরের জন্য বিরতি নিয়েছেন। চেন্নাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে 'ব্যক্তিগত কারণে' আগামী আইপিএলে থাকছেন না তিনি।

আইপিএল থেকে অবসরের কথা জানিয়ে ব্রাভো বলেছেন, 'আমি নতুন ভূমিকা নিয়ে এগিয়ে যেতে চাই। কারণ আমি খেলাধুলা একেবারে ছেড়ে দেয়ার পর এই কাজটাই করতে চাই। আমি বোলারদের সঙ্গে কাজ করা উপভোগ করি এবং এটা এমন একটি দায়িত্ব যার জন্য আমি উন্মুখ হয়ে আছি।'

সিনিয়র ক্রিকেটার হিসেবেও বোলারদের সঙ্গে কাজ করেছেন ব্রাভো। এবার কোচ হিসেবেও কাজ করতে মুখিয়ে আছেন তিনি। ব্রাভো বলেন, 'ক্রিকেটার থেকে কোচ হওয়া পর্যন্ত আমার মনে হয় না আমার মানিয়ে নিতে খুব বেশি সমস্যা হবে। কারণ আমি যখন খেলেছি আমি সবসময় বোলারদের সঙ্গে কাজ করেছি এবং চেষ্টা করি পরিকল্পনা নিয়ে কাজ করতে কিভাবে ব্যাটারদের চেয়ে একধাপ এগিয়ে থাকা যায়।'

২০০৮ সাল থেকেই আইপিএলের নিয়মিত মুখ ছিলেন ব্রাভো। এর মধ্যে কেবল চোটের কারণে ২০১৭ আইপিএলে খেলতে পারেননি তিনি। আইপিএলের প্রথম আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন এই ক্যারিবীয় তারকা। ২০১১ সালের নিলাম থেকে তাকে দলে ভেড়ায় চেন্নাই।

এরপর দলটির ঘরের ছেলে হয়ে উঠেছিলেন তিনি। আইপিএলে ১৬১ ম্যাচে এক হাজার ৫৬০ রানের পাশাপাশি ১৮৩ রান নিয়েছেন তিনি। যা আইপিএলের ইতিহাসেও সর্বোচ্চ উইকেটের রেকর্ড। আইপিএল ইতিহাসের অংশ হতে পেরেই দারুণ আনন্দিত ব্রাভো।

তার ভাষ্য, 'একটাই পার্থক্য হলো আমি এখন আর মিড অন মিড অফে দাঁড়িয়ে থাকতে পারব না। আমি কখনই ভাবিনি আইপিএলের ইতিহাসের সেরা উইকেট শিকারি হবো। আমি আইপিএল ইতিহাসের অংশ হয়ে দারুণ আনন্দিত।'