ভারতীয় ক্রিকেট

সুযোগের জন্য স্যামসনকে আরও অপেক্ষা করতে হবে: ধাওয়ান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:31 বৃহস্পতিবার, 01 ডিসেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টিতে বেশ লম্বা সময় ধরেই রানের দেখা পাচ্ছেন না ঋষভ পান্ত। সাদা বলের ক্রিকেটে তার সামর্থ্য নিয়েও উঠছে প্রশ্ন। তার কারণে একাদশে জায়গা হচ্ছে না সাঞ্জু স্যামসনের। ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক শিখর ধাওয়ানের মতে, দলে সুযোগ পেতে আরও অপেক্ষা করতে হবে এই উইকেটরক্ষক ব্যাটারকে।

সাম্প্রতিক সময়ে একেবারেই ছন্দে নেই পান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে দুটি ম্যাচে খেলার সুযোগ হয় তার। জিম্বাবুয়ে ও ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে যথাক্রমে ৩ ও ৬ রান করেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটিতে যথাক্রমে ৬ ও ১১ রান আসে পান্তের ব্যাটে। সাদা বলের ক্রিকেটে শেষ ৯ ইনিংসে তার রান যথাক্রমে ১০, ১৫, ১১, ৬, ৬, ৩, ৯, ৯ এবং ২৭।

পান্ত প্রসঙ্গে ধাওয়ান বলেন, 'ঋষভ ইংল্যান্ডে সেঞ্চুরি পেয়েছে। আমাদের তাকে দলে নিতে হয়েছে। আপনাকে সবসময় বড় ছবিটাই দেখতে হবে। যে আপনাকে ম্যাচ জেতাবে, তাকে সমর্থন করতে হবে। এরইমধ্যে আমরা অনেক কিছু পর্যালোচনা করেছি সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হয়েছে।'

যদিও স্যামসনেরও যথেষ্ট সুযোগ দেখছেন ধাওয়ান। এই ওপেনারের মতে, যথার্থ সুযোগের জন্য অপেক্ষা করা ছাড়া স্যামসনের এখন কিছুই করার নেই।

ধাওয়ান আরও বলেন, 'মাঝে মধ্যে ভালো করার পরেও আপনাকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। কেননা অন্য আরেক ক্রিকেটার ভালো করে ফেলেছে। সুতরাং এরকম কোনও ক্রিকেটার যখন ভালো করবে না, তখন তার সমর্থন প্রয়োজন। আমরা সেটাই করছি।'