বাংলাদেশ - ভারত সিরিজ

ওয়ানডে সিরিজে নেই তামিম, খেলা হচ্ছে না প্রথম টেস্টেও

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:52 বৃহস্পতিবার, 01 ডিসেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

তাসকিন আহমেদ প্রথম ওয়ানডে থেকে ছিটকে যাওয়ার সঙ্গে শঙ্কা ছিল তামিম ইকবালকে নিয়েও। অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। তাসকিন এক ম্যাচ খেলতে না পারলেও  কুঁচকির চোটে পড়ে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন তামিম।

ওয়ানডে সিরিজের পাশাপাশি ভারতের বিপক্ষে প্রথম টেস্টেও খেলা হচ্ছে না বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের। আপাতত দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে করেছে।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ৩০ নভেম্বরমিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম। ব্যাটিংয়ের সময় কোন সমস্যা না হলেও ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়েন তিনি। 

ফিল্ডিংয়ের সময় ডান কুঁচকির চোটে পড়লে ততক্ষণাৎ মাঠ ছেড়ে যেতে হয় তাকে। বুধবার তার পায়ে স্ক্যান করানো হয়। জানা যায়, দুই সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে তামিমকে। এরপর পুনর্বাসনের জন্য আরও এক সপ্তাহ খেলতে পারবেন না তিনি। 

ফলে ওয়ানডে সিরিজের পাশাপাশি প্রথম টেস্টেও খেলা হচ্ছে তামিমের। অবস্থার উন্নতি হলে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলবেন বাঁহাতি এই ওপেনার। তামিম ছিটকে যাওয়ায় ওয়ানডে সিরিজের জন্য নতুন অধিনায়ক খুঁজতে হবে বিসিবিকে।