অস্ট্রেলিয়া - ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ল্যাবুশেনের ১৫৪, খাওয়াজা-স্মিথের হাফ সেঞ্চুরি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:52 বুধবার, 30 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

উইকেটে ১০ মিলিমিটার ঘাস থাকলেও পার্থের অপ্টাসে দিনের পুরোটা সময় রাজত্ব করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। সাবলীল ব্যাটিংয়ে মার্নাশ ল্যাবুশেনের দেড়শ পেরোনো ইনিংসের সঙ্গে স্টিভ স্মিথ এবং উসমান খাওয়াজার হাফ সেঞ্চুরি। তাতে প্রথম টেস্টের প্রথম দিনটা দারুণভাবে পার করেছে অস্ট্রেলিয়া। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ২৯৩ রান।

বাড়তি ঘাস থাকায় টস জিতে অনুমেয়ভাবেই বোলিং করার সিদ্ধান্ত নিতেন অধিনায়করা। তবে পার্থে এদিন অস্ট্রেলিয়ার অধিনায়ক করলেন ঠিক উল্টোটা। টস জিততেই ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন প্যাট কামিন্স। ব্যাটিং করতে চেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটও। তবে টস হেরে বোলিং করতে নেমে ক্যারিবীয়দের দারুণ শুরু এনে দেন জেডেন সিলস।

ডানহাতি এই পেসারের বল টেনে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ওপেনার এদিন আউট হয়েছেন মাত্র ৫ রানে। এরপর অবশ্য চার পেসারকে মিলে অজিদের চেপে ধরার চেষ্টা করেন। তবে ল্যাবুশেন এবং খাওয়াজার সাবধানী ব্যাটিংয়ে সেটা খুব বেশি কাজ দেয়নি। উল্টো ওয়েস্ট ইন্ডিজের উপর চাপ ঠেলে দেন তারা দুজন।

সময় যত গড়িয়েছে খাওয়াজা এবং ল্যাবুশেনের ব্যাটের দাপট ততই বেড়েছে। তিনে নামলেও খাওয়াজার আগেই হাফ সেঞ্চুরি পেয়েছেন ল্যাবুশেন। জেসন হোল্ডারের বলে মিড উইকেটে ঠেলে দিয়ে ৩ রান নিয়ে ১১২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তাদের দুজনের জুটির সেঞ্চুরি হয়েছে ২১৬ বলে সিলসের ফুলার লেংথ ডেলিভারিতে দুই রান নিয়ে। এর কিছুক্ষণ পরই অবশ্য হাফ সেঞ্চুরি পেয়েছেন খাওয়াজা।

রস্টন চেজের ইয়র্কার ডেলিভারিতে আলতো করে স্লিপে ঠেলে দেন বাঁহাতি এই ওপেনার। সেটা আটকাতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা। পরের বলে ডিপ পয়েন্ট থেকে এক রান নিয়ে ১১১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। হাফ সেঞ্চুরির পর অবশ্য খুব বেশি সময় থাকতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। খাওয়াজা এবং ল্যাবুশেনের জুটি ভাঙেন কাইল মেয়ার্স।

চা বিরতির আগে দুর্দান্ত এক ডেলিভারিতে ৬৫ রান করা খাওয়াজাকে আউট করেছেন ডানহাতি এই পেসার। রাউন্ড দ্য উইকেট দিয়ে বোলিং করা মেয়ার্সের গুড লেংথ ডেলিভারিতে উইকেটকিপার জশুয়া ডি সিলভার গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন খাওয়াজা। এবার স্মিথকে সঙ্গে নিয়ে জুটি গড়ে তোলেন ল্যাবুশেন। দলের রান দুইশ পেরোতেই সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ব্যাটার।

সিলসের শর্ট অ্যান্ড ওয়াইড ডেলিভারিতে চার মেরে ব্যাট উঁচিয়ে ধরেন ল্যাবুশেন। কাছে গিয়ে অভিবাদন জানান নন স্ট্রাইকে থাকা স্মিথ। তাতে ১৯২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ল্যাবুশেন। ডানহাতি এই ব্যাটার সেঞ্চুরি পাওয়ার পর শেষ বিকেলে পঞ্চাশ ছুঁয়েছেন স্মিথ। চেজের অফ স্টাম্পের বাইরের বলে এক রান নিয়ে ৭৫ বলে হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন তিনি।

এদিকে সেঞ্চুরি পাওয়ার পর দ্রুত রান তোলায় মনোযোগ দেন ল্যাবুশেন। সেঞ্চুরি করা এই ব্যাটার পরের পঞ্চাশ রান করেছেন ৭১ বলে। যদিও দেড়শ ছোঁয়ার আগে আউট হতে পারতেন তিনি। ১৩৬ রানের সময় খানিকটা সুযোগের মতো দিয়েছিলেন তবে সময় মতো বলের কাছে পৌঁছাতে পারেননি এদিন অভিষেক হওয়া ত্যাগনারাইন চন্দরপল। তাতে দিন শেষে ল্যাবুশেন ১৫৪ এবং স্মিথ।অপরাজিত থাকেন ৫৯ রানে।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):

অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস)- ২৯৩/২ (৯০ ওভার) (ল্যাবুশেন ১৫৪*, খাওয়াজা ৬৫, স্মিথ ৫৯*, ওয়ার্নার ৫; মেয়ার্স ১/২৪, সিলস ১/৬৩)