ভারতীয় ক্রিকেট

পাঁচ ছক্কার পর যুবরাজের কথা মাথায় ঘুরছিল রুতুরাজের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:35 বুধবার, 30 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক ওভারে ৭ ছক্কা মেরেছেন রুতুরাজ গায়কোয়াড়। এমন কীর্তির দিনে পাঁচ ছক্কা মারার পর যুবরাজ সিংয়ের কথা মাথায় ঘুরপাক খাচ্ছিল বলে জানান তরুণ এই ব্যাটার। রেকর্ডে যুবরাজের পাশে থাকতে পেরে খুশি রুতুরাজ।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন যুবরাজ। সেদিন স্টুয়ার্ট ব্রডের বলে একের পর এক ছক্কা মেরে ক্রিকেট বিশ্বকাপে রীতিমতো অবাক করে দিয়েছিলেন ভারতের সাবেক এই অলরাউন্ডার। যুবরাজের মতো কীর্তি গড়েছেন রুতুরাজও। তরুণ এই ব্যাটার অবশ্য এক ওভারে মেরেছেন সাত ছক্কা।

ভারতের ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে উত্তর প্রদেশের বিপক্ষে এমন তাণ্ডব চালিয়েছেন মহারাষ্ট্রের এই ব্যাটার। ইনিংসের ৪৯তম ওভারে বাঁহাতি স্পিনার শিভা সিংয়ের প্রথম বলে মিড উইকেটের উপর দিয়ে বাউন্ডারি ছাড়া করেন রুতুরাজ। এর পরের তিন বলে উড়িয়ে মেরেছেন লং অন, মিড উইকেট এবং লং অফ দিয়ে ছক্কা মেরেছেন তিনি।

পঞ্চম বলটি ‘নো’ হলেও বোলারের মাথার উপর ছক্কা মারেন রুতুরাজ। পরপর পাঁচ বলে পাঁচ ছক্কা মারার পর ছোটবেলায় যুবরাজকে ছয় ছক্কা মারতে দেখার স্মৃতি মনে পড়ে রুতুরাজের। যে কারণে ষষ্ঠ বলেও ছক্কা মারার চেষ্টা করেন তরুণ এই ব্যাটার। তাতে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে সফলও হয়েছেন তিনি।

সেই সময়কার কথা বলতে গিয়ে রুতুরাজ বলেন, ‘সত্যি কথা বলতে পাঁচ ছক্কার পর আমার মাথায় শুধু যুবরাজ সিংয়ের নামই ঘুরপাক খাচ্ছিল। ২০০৭ বিশ্বকাপে আমি যখন তরুণ ছিলাম তখন তাকে এক ওভারে ছয় ছক্কা মারতে দেখেছিলাম। আমি তার পাশে থাকতে চেয়েছিলাম এবং সেই কারণে আমি ষষ্ঠটির জন্য যেতে চেয়েছিলাম। আমি কোনদিন বা স্বপ্নেও ভাবিনি আমি পরপর ছয়টি ছক্কা মারবো। তার পাশে থাকতে পারা এবং তার মতো পরপর ছয় ছক্কা মারারটা দারুণ ব্যাপার এবং অন্যরকম অনুভূতি।’

পরপর ছয় বলে ছয় ছক্কা মারলেও শিভার ওভার শেষ হতে বাকি ছিল আরও এক বল। শিভার সেই বলে মিড উইকেট দিয়ে উড়িয়ে মেরে ইতিহাস গড়েন রুতুরাজ। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে থিসারা পেরেরা, হার্শেল গিবস, জাসকারান মালহোত্রার এক ওভারে ছয় ছক্কা মারার রেকর্ড থাকলেও রুতুরাজের সাত ছক্কার রেকর্ড এবারই প্রথম। ছয় ছক্কা মারার পরের বলে তাই সপ্ত ছক্কা মারার চেষ্টা নিজে থেকেই করেন তিনি।

রুতুরাজ বলেন, ‘আমি যখন ষষ্ঠ ছক্কাটি মারলাম তখন আমি ভাবলাম সাত নম্বর ছক্কার জন্য কেন যাবো না। আমি মনে করি এটি ছয় ছক্কা বা সাত ছক্কা মারার ব্যাপার ছিল না। এটা শুধুমাত্র সেই ওভারটা ভালো করা এবং দলের জন্য যতটা সম্ভব রান করা। এটা আসলে একেবারে মৌলিক বিষয় ছিল কিন্তু সৌভাগ্যক্রমে এটি ঘটেছে।’